সোনি চ্যানেলের অন্যতম পুরোনো এবং জনপ্রিয় শো হল সিআইডি। এই শোয়ের এসিপি প্রদ্যুম্ন, দয়া, অভিজিৎ এবং ফ্রেডি ছিল মূল চরিত্ররা। বাকিরা নানা সময় বদলেছেন, বা নতুন করে যুক্ত হয়েছেন। কিন্তু ফ্রেডি ওরফে দীনেশ ফড়নিস আর নেই। তাঁকে ছাড়াই শুরু হয়েছে সিআইডি ২। তাঁর স্মৃতিতে এদিন কী বললেন বাকিরা?
সিআইডি ২ এর সদস্যরা কী বললেন দীনেশ ফড়নিসকে নিয়ে?
সম্প্রতি সিআইডি ২ এর কলাকুশলীরা পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে দীনেশ সবার খুব পছন্দের ছিলেন। ফ্রেডিকে নিয়ে এসিপি প্রদ্যুম্ন বলেন, 'আমরা ওকে রোজ মিস করি।' দয়ানন্দ শেট্টি ওরফে দয়া বলেন, ‘ও আমাদের সিনিয়র ছিল। সাতাম স্যারের পর ও যোগ দিয়েছিল এই শোতে। স্যার পাইলট শ্যুট থেকেই আছেন এই শোয়ের সঙ্গে। তারপর দীনেশ যোগ দেন। তারপর আমি যুক্ত হই।’
শিবাজী সাতাম এদিন আরও বলেন, 'আমাদের পরিবারের অংশ ছিল ও। আমাদের ঘরের সদস্য ছিল। মেকআপ রুমে যখনই ঢুকি ওকে রোজ মিস করি। কত সুন্দর সুন্দর স্মৃতি আছে।'
দয়া এদিন জানান, 'ও পর্দার মতো বাস্তবেও খুব মজার মানুষ ছিল। এক লাইনার যেগুলো বলতো শুনতে দারুণ লাগতো। কত কত মজার মজার কথা বলে আমাদের হাসাতো। ওকে খুব মিস করি আমরা।'
সিআইডি ২ প্রসঙ্গে
দয়া জানিয়েছেন এই সিজনে তাঁর প্রেম জীবন দেখানো হবে। তবে সবটাই খুব ব্যালেন্স করে। প্রেম, বিনোদন, ক্রাইম সবই থাকবে এবারের সিআইডি ২ তে। প্রসঙ্গত ১৯৯৮ সালে প্রথমবার সম্প্রচারিত হয় সিআইডি। কুড়ি বছর ধরে এই ধারাবাহিকটি চলেছিল।
আরও পড়ুন: 'মারা যাওয়ার পর সম্মান না দিয়ে বেঁচে থাকতে...' অরুণ রায়ের মৃত্যুর পরই নেটমাধ্যমে ক্ষোভ প্রকাশ অনুরাধার
আরও পড়ুন: শববাহী শকটেই শ্মশানে এলেন দেব-রুক্মিণী, অরুণ রায়ের শেষকৃত্যে শিশুর মতো কেঁদে ফেললেন ‘বিনোদিনী’
দীনেশ ফড়নিসের ব্যাপারে
২০২৩ সালের ৫ ডিসেম্বর প্রয়াত হন সিআইডির ফ্রেডি। মাল্টিপল অর্গ্যান ফেলিওরের কারণে চলে গেছেন তিনি। মাত্র ৫৭ বছর বয়স হয়েছিল তাঁর।