চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি মাত্র কয়েকদিন হল শুরু হয়েছে। কিন্তু হলে কী হবে? অল্প দিনেই নজর কেড়েছে এই মেগা। জমে উঠেছে জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের অনস্ক্রিন রসায়ন। আর্য অপুকে ভালোবেসে ফেললেও স্বীকার করতে পারছে না। এমন অবস্থায় কী ঘটবে?
আরও পড়ুন: অমর সঙ্গী শেষ হতে না হতেই নতুন রূপে ছোট পর্দায় ফিরছেন শ্যামৌপ্তি! কোন ধারাবাহিকে দেখা যাবে?
আরও পড়ুন: নাসিরউদ্দিন এবার রুশদির ভূমিকায়! কৌশিকের পরিচালনায় সাহিত্যিকের উপর হওয়া ছুরি হামলা এবার থিয়েটারে
কী ঘটেছে?
কিছুদিন আগেই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখানো হয়েছে যে অপু আর্যকে নিজের মনের কথা জানিয়েছে। এমনকি আর্যও একদিন অপুর কাছে নিজের মনের কথা জানিয়েছে, কিন্তু যখন সে মনে করেছে যে অপু ঘুমাচ্ছে। কিন্তু অপর্ণা জেগেই ছিল। এবং সে সবটাই শুনতে পায়। তবুও সেই অর্থে আনুষ্ঠানিক ভাবে আর্য এখনও মনের কথা জানায়নি অপুকে। এমন অবস্থায় কী ঘটল?
আরও পড়ুন: রবিবার আসতেই লাফিয়ে বাড়ল আয়! ৩ দিনে কত কোটি ঘরে তুলল রাজকুমারের ভুল চুক মাফ?
স্টার জলসার তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে অপর্ণার ডেস্কে বসে আর্য তার ক্লাচার দেখছে। সেটা নিয়ে খেলছে। এমন সময় সেখানে এসে পড়ে অপর্ণা। সে তার স্যারের কাণ্ড দেখে মুচকি হাসে। তারপর ডেকে ওঠে, 'স্যার।' সেটা শুনে চমকে উঠে তাকায় আর্য। অপ্রস্তুত হয়ে বলে, 'বলছি ক্লাচার এখানে কেউ রাখে নাকি।' কোনও জবাব দেয় না অপু। সে ফের হাসে। তারপর বলে, 'আমার ফোনটা একটু চার্জ করতে হবে।' ফোন চার্জে দিতে গিয়ে দুজনের চোখাচুখি হয়। এরপর দুজনের সম্পর্ক কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।
চিরদিনই তুমি যে আমার প্রসঙ্গে
চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হাত ধরে ফের ছোট পর্দায় কামব্যাক করেছেন দিতিপ্রিয়া রায়। রাণী রাসমণি ধারাবাহিকের পর এই প্রথম তাঁকে আবার সিরিয়ালে দেখা গেল। তবে বিপরীতে আছেন জিতু কমল। তিনিও বহুদিন পর ছোট পর্দায় ফিরলেন। জি বাংলার পর্দায় দেখা যায় এই ধারাবাহিক।
আরও পড়ুন: ফের পর্দায় দেব-শুভশ্রীর রোম্যান্স! ধূমকেতুর মুক্তির দিন প্রকাশ্যে আসতেই কী বললেন রুক্মিণী?