চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অপর্ণা বা আর্য সিংহ রায়ের চরিত্র দর্শকমনে যতটা ছাপ ফেলেছে, ততটাই কিংকর চরিত্রটি। আর্যর বন্ধু সে নাকি শত্রু, তা নিয়ে নানা মুনির নানা মত। তবে খারাপ হোক বা ভালো, কিংকর বরাবরই চর্চায়। আর এই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীকে।
রবিবার অভ্রজিৎ একটি মিষ্টি ছবি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁর কোলে, তাঁর ছেলে। ছোট্ট বাচ্চাটির বয়স দু বছরের আশেপাশে। ছেলের জন্য সেই ছবির ক্যাপশনে একটা ছোট্ট বার্তা দিলেন অভ্রজিৎ। আদিদেবের জন্য লিখলেন, ‘সময় আসবে হয়তো আমি থাকব না, আমার কর্ম করে প্যাকআপ হবে। তুমি থাকবে যেরকম আমি রয়েছি বাবা মায়ের পরে, তুমি থাকবে লায়ন কিংয়ের সিম্বা হয়ে।’
সঙ্গে জুড়েছেন, ‘তোমায় নিয়েই সব চরিত্র করা, খারাপ-ভালো দিনের শেষে রোজগার করা, নাই বা হলো তোমার বাবা হিরো, নাই বা পেলো উচ্ছ্বাস, হয়তো গালাগালি, ওসব ভেবে লাভ কি বলো দিনের শেষে আদির বাবা আমি। আই লাভ মাই সন।’
বছর তিনেক আগে বিয়ে করেছেন অভ্রজিৎ। স্ত্রীর নাম রিনিকা সাহা। বছর তিন আগে বিয়ে করেন রিনিকা ও অভ্রজিৎ। হামেশাই সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন ‘কিংকর’। চিরদিনই তুমি যে আমারে যতই কাটখোট্টা স্বভাব হোক না, বাস্তবে পরিবার অন্ত প্রাণ, সেটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই স্পষ্ট।
চিরদিনই তুমি যে আমার সম্পর্কে:
অসম বয়সের প্রেমের গল্প বলছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক। সঙ্গে আবার রয়েছে পূর্বজন্মের টুইস্টও। ধারাবাহিকে মুখ্য চরিত্রে দিতিপ্রিয়া রায় ও জিতু কমল। প্রতিদিন সন্ধে সাড়ে ৬টায় জি বাংলায় সম্প্রচারিত হয় এই মেগা।