
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ব্যোমকেশের শ্যুটিংয়ে এই মুহূর্তে মধ্যপ্রদেশে রয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর টিম। সেখানকার জঙ্গলে শ্যুটিং করতে গিয়ে মহা বিপদে পড়েছেন সৃজিত ও তাঁর টিম। জঙ্গলে ঢুকে মৌমাছির পাল্লায় পড়েছেন পরিচালক ও অন্যান্যরা।
ঠিক কী ঘটেছে?
জানা যাচ্ছে, সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর ছবির DOP- সৌমিক হালদার সহ ছবির টিমের একাধিকজন মৌমাছির কামড়ে ক্ষতবিক্ষত। সৃজিতের কানে মৌমাছি হুল ফুটিয়েছে। ডিওপি সৌমিক হালদারের অবস্থা আরও শোচনীয়। মৌমাছি কামড়েছে ইউনিটের আরও অনেককেই। সবমিলিয়ে নাচেহাল অবস্থা তাঁদের। জঙ্গলের মধ্যে ঢুকে বেশকিছু শট নিতে গিয়েই নাকি এমন কাণ্ড ঘটেছে। তবে শুধু নাকি মৌমাছি নয়, জঙ্গলে নাকি বাঘ ছাড়াও আরও বেশকিছু হিংস্র পশুদের উপদ্রবও রয়েছে। সব মিলিয়ে ব্যোমকেশের শ্যুটিং করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সহ তাঁর সহকর্মীদের।
আরও পড়ুন-পরকীয়ার জের! মিথিলার সঙ্গে বিয়ে কি সত্যিই ভাঙছে? মুখ খুললেন সৃজিত
এদিকে কয়েকদিন আগেই মধ্যপ্রদেশে পৌঁছে সেখান থেকে ছবি পোস্ট করেছিলেন পরিচালক সৃজিত মুখ্য়োপাধ্যায়। ক্যাপশানে লিখেছিলেন, ‘Time travel begins!’ হ্য়াজট্যাগে রেখেছিলেন DurgoRawhoshyo এবং OnMyOwnTerms কথাগুলি।
হ্য়াঁ, দেবের মতোই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গরহস্য' অবলম্বনেই এই ব্যোমকেশ বানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার। অগস্টে মুক্তি পাওয়ার কথা এই ওয়েব সিরিজটির।
হইচই-এর জনপ্রিয় সিরিজ ব্যোমকেশে বহুদিন ধরেই নাম ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ। তাঁর বিপরীতে সত্যবতী ছিলেন ঋদ্ধিমা। তবে ঋদ্ধিমা শীঘ্রই মা হতে চলেছেন, তাই আপাতত শ্যুটিং, অভিনয় থেকে দূরেই রয়েছেন, তাঁর জায়গায় সত্যবতী হচ্ছেন সোহিনী। আর অজিত হিসাবে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। তবে ব্যোমকেশ হিসাবে দেব নাকি অনির্বাণ কাকে দর্শকরা এগিয়ে রাখবেন, তা সময়ই বলবে।
৳7,777 IPL 2025 Sports Bonus