প্রিয় বান্ধবীর বরকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিদ্ধ ছিলেন আগেই, দু-বছরের মধ্যেই হনসিকা মোতওয়ানির দাম্পত্য সম্পর্ক তলানিতে। এরমাঝেই আইনি গেড়োয় ফেঁসেছেন নায়িকা।
তাঁর ভাইবউ তথা অভিনেত্রী মুস্কান ন্যান্সি জেমসের দায়ের করা এফআইআর খারিজ করার আর্জি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হনসিকা, কিন্তু আদালত সেই আবেদনে সায় দিল না। ফলে নতুন করে আইনি সমস্যার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি।
এফআইআরে হংসিকা এবং তাঁর মা জ্যোতির বিরুদ্ধে নিষ্ঠুরতা এবং অন্যান্য ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। আদালতের নির্দেশের একটি প্রতিলিপি হিন্দুস্তান টাইমসের হাতে এসেছে, যাতে স্পষ্টতই দেখা যাচ্ছে হংসিকার আবেদন খারিজ করে দিয়েছে কোর্ট।
একটি সূত্র আমাদের জানিয়েছে,'হংসিকার ভাই প্রশান্ত মোতওয়ানির সঙ্গে ২০২১ সালের মার্চ মাসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ন্যান্সি। তবে শুরু থেকেই তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন ছিল। এক বছর পর দুজনে আলাদা থাকতে শুরু করেন। গত ডিসেম্বরে, ন্যান্সি ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় ননদ হংসিকা এবং শাশুড়ি মায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। ৪৯৮এ (যৌতুক সম্পর্কিত নিষ্ঠুরতা), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), এবং ৩৫২ (শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে অপরাধমূলক হুমকি দেওয়া এবং ইচ্ছাকৃতভাবে অপমান)-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করেন ন্যান্সি।
তাঁর অভিযোগে,গার্হস্থ্য হিংসার শিকার হওয়ার জেরেই সাময়িকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি, তাঁর শ্বশুরবাড়ির তরফে নিয়মিত বাপের বাড়িতে ব্যয়বহুল উপহার এবং অর্থের বিশদ দাবি করা হত। ন্যান্সি আরও অভিযোগ করেছেন যে প্রশান্তের সাথে বিয়ের সময় থেকেই হংসিকা এবং জ্যোতি তাঁদের দাম্পত্য সম্পর্কে হস্তক্ষেপ করেছেন, যার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হত। ন্যান্সি আরও বলেছিলেন যে মোতওয়ানিরা তাঁকে তার ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে মুম্বইয়ের দায়রা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন হংসিকা ও জ্যোতি। গত এপ্রিলে তাঁরা এফআইআর খারিজ করার জন্য বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন।
পিটিশনে হানসিকা জানান, এফআইআর-এ নিজের নাম দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। মঙ্গলবার আদালত তাঁর আর্জি খারিজ করে দেয় এবং হানসিকার বিরুদ্ধে আনা অভিযোগ সংক্রান্ত মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে সোহেল খাতুরিয়ার সঙ্গেও হনসিকার দাম্পত্য তলানিতে। জানা গিয়েছে, বিয়ের মাত্র দু'বছর যেতে না যেতেই আলাদা থাকছেন দু'জনে। হনসিকার আগে রিঙ্কি বাজাজের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোহেল। রিঙ্কির ঘনিষ্ঠ বান্ধবী হনসিকা, রিঙ্কি এবং সোহেলের বিয়েতেও হাজির ছিলেন তিনি। বান্ধবীর বর চুরি করার জেরে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে।