
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম তারকা শাহরুখ খান। নিঃসন্দেহে তিনি বলিউডের ‘বাদশা’। ব্যর্থতার পর্ব কাটিয়ে ‘পাঠান’-এর সঙ্গে রাজকীয় প্রত্যাবর্তন করেছেন কিং খান। দ্বিতীয় হিন্দি ছবি হিসাবে ১০০০ কোটির গণ্ডি পার করতে সফল হয়েছে এই ছবি। ২০২৩-এর শুরুতেই ছক্কা হাঁকিয়েছেন তারকা। তিন দশক ধরে বলিউডে নিজের ‘কিংডম’ ধরে রেখেছেন শাহরুখ খান। এবার এক জনপ্রিয় ম্যাগাজিনের সমীক্ষায় বিশ্বের তাবড় তাবড় তারকাদের পিছনে ফেলে এক নম্বরে উঠে এলেন অভিনেতা।
‘টাইম ১০০ পোল ২০২৩’ এডিশনে এক নম্বরে জায়গা করে নিয়েছেন শাহরুখ। জনগণের সমীক্ষার বিচারেই এই স্থান অর্জন করেছেন কিং খান। টাইম'স-এর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় স্থান দখল করতে যাঁদের যোগ্য মনে করেছে পাঠকরা, তাঁদেরকেই ভোট দিয়েছে। ম্যাগাজিনের তরফে জানানো হয়েছে, মোট ১২ লক্ষ ভোট পড়েছিল যার ৪% ভোট গিয়েছে শাহরুখের ঝুলিতে। শুধু বিনোদন জগত নয়, ক্রীড়া জগত, শিল্প জগত-সহ একাধিক ক্ষেত্রের রথী-মহারথীদের পিছনে ফেলে এই বিরল নজির গড়েছেন কিং খান।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, প্রিন্স হ্যারি, মেগান মার্কেল, মেটা সিইও মার্ক জুকারবার্গ, সেরেনা উইলিয়ামসদের হারিয়ে শীর্ষে শাহরুখ খান। এই তালিকায় শাহরুখের পর দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবাদী ইরানি মহিলারা। ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে সরকারের বিরুদ্ধে পথে নেমেছিল যে অকুতোভয় ইরানি মহিলারা ৩% ভোট নিয়ে দু-নম্বরে রয়েছে তাঁরা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে প্রিন্স হ্যারি ও তাঁর বেটারহাফ মেগান মার্কেল।তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ফুটবল ‘G.O.A.T’ লিওনেল মেসি।
প্রসঙ্গত, ‘পাঠান’-এর পর বক্স অফিসে শাহরুখের পরবর্তী রিলিজ হতে চলেছে ‘জওয়ান’। ২০২৩-এর ২রা জুন মুক্তির তারিখ নির্দিষ্ট রয়েছে অ্যাটলির এই ছবির। যদিও সূত্রের খবর সময়ে ছবির কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছোবে এই ছবি। দূর্গাপুজো বা দিওয়ালির সময় মুক্তি পেতে পারে এই ছবি। অন্যদিকে ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা শাহরুখের অপর ছবি ‘ডাঙ্কি’। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজু হিরানি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports