Bappa Lahiri: ক্রিসমাসের দিন স্ত্রী তানিশা এবং ছেলে কৃষের সঙ্গে ছবি শেয়ার করেছেন বাপ্পা লাহিড়ি। জানিয়েছেন, দ্বিতীয়বার বাবা হচ্ছেন তিনি।
আবারও বাবা হতে চলেছেন বাপ্পা লাহিড়ি।
লাহিড়ি পরিবারে খুশির বন্যা। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন গায়ক বাপ্পা লাহিড়ি। ক্রিসমাসের দিন স্ত্রী তানিশা এবং ছেলে কৃষের সঙ্গে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামের পাতায়। ক্যাপশনে সকলকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমাদের (প্রায়) ৪ জনের তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা।’
ছবিতে দেখা যাচ্ছে খুদে কৃষের হাতে আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট। তাঁদের পারিবারির এই ছবিতে ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে নেটিজেন। আকৃতি কক্কর, নিবেদিতা বসু, সৌফি চৌধুরী, সুমনা চক্রবর্তী থেকে বলিউড ইন্ডাস্ট্রির আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।