
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাবিল খান মাঝে মধ্যেই তাঁর বাবাকে নিয়ে, তাঁর স্মৃতি হাতড়ে নানা ধরনের পোস্ট করে থাকেন। তবে এদিন তিনি তাঁর ছোটবেলার বেশ কিছু ছবি পোস্ট করেন। আর তার থেকেই বোঝা যায় সোমবারের দিনটি তাঁর স্মৃতির অতল জলে ডুবে ডুবে কেটেছে। ছেলেবেলার এই ছবিগুলোর মধ্যে দিয়েই তিনি যেন তাঁর বাবাকে শ্রদ্ধা জানালেন। একই সঙ্গে তাঁদের দুজনের মধ্যে কেমন সম্পর্ক ছিল সেটাও যেন ধরা পড়ল ছবিগুলোতে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে মমতাকে একহাত নিলেন জিতু, বললেন, 'ভোটে জিতেছেন মানেই যা ইচ্ছে আইন তৈরি করবেন?'
বাবিল তাঁর ছোটবেলার যে ছবিগুলো পোস্ট করেছেন তার প্রথমটায় দেখা যাচ্ছে বাবার কোলে বসে আছেন ছোট্ট বাবিল। তাঁকে দু হাতে জড়িয়ে আছেন ইরফান। পরের ছবি দুটোতে দেখা যাচ্ছে বাবার সঙ্গে দুষ্টুমি করছেন, খেলছেন তিনি। দুজনের মুখেই লেগে চওড়া হাসি। আর শেষ ছবিতে দেখা যাচ্ছে ইরফানের কোলে বসে তিনি। হাসছেন।
আরও পড়ুন: ২০০৯ সালে যৌন নিগ্রহের শিকার হন, ১৫ বছর পর ইমেল মারফত রণজিতের নামে পুলিশে অভিযোগ দায়ের শ্রীলেখার
এদিন ছেলেবেলার এই ছবিগুলো পোস্ট করে বাবিল লেখেন, 'দুঃখ।' প্রসঙ্গত ২০২০ সালে ২৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি দেন তিনি। রেখে যান পুত্র এবং স্ত্রী সহ তাঁর কাজ এবং অগণিত ভক্তকে। ইরফান খানকে লাঞ্চবক্স, পিকু, লাইফ অব পাই, হিন্দি মিডিয়াম, বিল্লু বারবার, মকবুল, লাইফ ইন এ মেট্রো, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে।
বাবিল খান কলা ছবির হাত ধরে ডেবিউ করেছেন। এরপর তাঁকে দ্য রেলওয়ে মেন, ইত্যাদির মতো নানা ওয়েব সিরিজ, সিনেমায় দেখা গিয়েছে। অল্প দিনেই তিনি তাঁর অভিনয়ের দক্ষতা দিয়ে নজর কেড়েছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports