প্রিয়াঙ্কার পোস্ট করা ছবিগুলিতে, ছোট্ট মালতিকে ফুলেল লেহেঙ্গায় দেখা গেছে। প্রিয়াঙ্কা এদিন কাঁধকাটা দেশি স্টাইলের গাউন পরেছিলেন। মায়ের সঙ্গে সাজুয্য রেখেই ছিল মালতির সাজ। তবে এদিন খুদে ছাপিয়ে গেল প্রিয়াঙ্কাকে। মালতির হাতে ছিল গোলাপি এবং বেগুনি চুড়ি। মামার বিয়েতে ছোট হাতে মেহেন্দিও পরল মালতি। লেহেঙ্গা-চোলির সঙ্গে একটা সাদা ডেনিম জ্যাকেটও পরেছিল মালতি। মেয়ের মুখ এদিন স্পষ্টভাবে দেখাননি প্রিয়াঙ্কা।
মামা-ভাগ্নির মিষ্টি মুহূর্ত ধরা পড়েছে প্রিয়াঙ্কার পোস্টে। প্রিয়াঙ্কার শাশুড়ি ডেনিস জোনাসকেও গোলাপি শাড়িতে অসাধারণ দেখাচ্ছিল, তিনিও হাতে মেহেন্দি লাগিয়েছিলেন। তার স্বামী কেভিন জোনাস সিনিয়রও হাজির ছিলেন অনুষ্ঠানে।
অনেকে মালতির মিষ্টি মুখ দেখতে না পেয়ে হতাশ হয়েছে। অনেকেই আবার প্রিয়াঙ্কার প্রশংসাও করেছেন। একজন লেখেন, ‘তুমি যেভাবে মেয়ের মুখ লুকিয়ে রেখেছো তার জন্য ভালোবাসো। নজর না লাগ.... থু থু থু’।
প্রিয়াঙ্কার ছোট ভাই সিদ্ধার্থ শুক্রবার নীলম উপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন। মা মধু চোপড়া এবং পরিবারের বাকি সদস্যদের উপস্থিতিতে ইতিমধ্যেই মাতা কি চৌকি এবং হলদির মতো প্রাক-বিয়ের অনুষ্ঠানও মিটেছে। ৪২ বছর বয়সী প্রিয়াঙ্কা গত মাসে তিন বছরের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে ভারতে আসেন এবং মুম্বাইয়ের আগে হায়দরাবাদ পৌঁছেছিলেন নায়িকা। যা তাঁর ভারতীয় ছবিতে কামব্যাকের জল্পনা উস্কে দিয়েছে। এসএস রাজামৌলির পরবর্তী ছবিতেও তিনি মহেশ বাবুর বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।