এই মুহূর্তে আলোচনার শীর্ষে রয়েছে আরিয়ান খান পরিচালিত সিরিজ ব্যাডস অফ বলিউড। এই সিরিজের মাধ্যমে প্রায় গোটা ইন্ডাস্ট্রিকে এক ছাদের তলায় নিয়ে এসেছেন পরিচালক। কিন্তু এর মধ্যেই বিপাকে পড়লেন ওয়েব সিরিজের অন্যতম অভিনেতা রণবীর কাপুর।
রণবীর কাপুর এই সিরিজে কোনও স্বাস্থ্য সতর্কতা বা দাবিত্যাগ ছাড়াই ই সিগারেট ব্যবহার করেছেন, যা ভারতীয় আইন লংঘন করে, এমন অভিযোগের ভিত্তিতে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় এবং মুম্বই পুলিশ কমিশনারকে নোটিশ জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
ANI সূত্র অনুযায়ী, তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের কাছে পাঠানো একটি চিঠিতে ওটিটি প্লাটফর্মে এই ধরনের কনটেন্ট নিষিদ্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করেছে NHRC। সতর্কতা ছাড়া এই দৃশ্য দেখানো হলে তরুণ প্রজন্মের ওপর তা খারাপ প্রভাব পড়বে বলে মনে করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশন মুম্বই পুলিশ কমিশনারকে চিঠি লিখে রণবীর কাপুর, সিরিজের প্রযোজক, প্রযোজনা সংস্থা এবং নেটফ্লিক্স এর বিরুদ্ধে ইলেকট্রনিক্স সিগারেট নিষিদ্ধকরণ আইন, ২০১৯-এর অধীনে এফ আই আর নথিভুক্ত করার সুপারিশ করেছে। এই আইন ভারতে ই সিগারেট উৎপাদন, বিক্রয় এবং বিজ্ঞাপন নিষিদ্ধ করে।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, আরিয়ান খান নিজের ওয়েব সিরিজে ইন্ডাস্ট্রির ভেতরে চলতে থাকা সমস্ত গোপন তথ্য সিরিজের আকারে নিয়ে এসেছেন সকলের সামনে। বড় বড় তারকাদের ক্যামিও দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। সিরিজ দেখে দর্শকরা দাবি করছেন, ছোট থেকে আরিয়ান যা দেখে বড় হয়েছেন সেটাই তিনি সিরিজের মাধ্যমে তুলে ধরেছেন সকলের সামনে আর তাই এই সিরিজের বিশ্বাসযোগ্যতা অন্য সিরিজের থেকে অনেক বেশি।