আরজি কর নিয়ে প্রতিবাদ হিসেবে পথে নামার হুমকি দিলেও সম্প্রতি একটি গান বেঁধে সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অরিজিৎ সিং। আর নিমেষেই সেই গান ভাইরাল হয়ে যায়। এবার তাঁর সেই গান শোনা গেল আরও অনেকগুলো প্রতিবাদী কণ্ঠে।
অরিজিতের গান এবার প্রতিবাদীদের গলায়
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দারুণ ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে অনেকেই মাটিতে বসে রয়েছেন। সেখানে তাঁরা হাততালিকে মিউজিক বানিয়ে সেটার সুরে সুরেই অরিজিৎ সিংয়ের গাওয়া আর কবে গানটি গাইছেন। তাঁদের এই গানটির সেই বিশেষ লাইনগুলো গাইতে শোনা যাচ্ছে যেখানে গায়ক লিখেছেন, 'এই ব্যথা আমার নয় শুধু একার / বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার / লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান / করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান / আজ উঠুক জেগে সুপ্ত চেতনা / অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা / আর কবে চোখে মেলে তাকাবে / আর কবে সমব্যথী হবে?'
আরও পড়ুন: 'মুম্বই করে বলে এখানেও করতে হবে?' টলিউডের বিরুদ্ধে 'অভিমান' প্রকাশ কুণালের, জবাবে কী বললেন পরমব্রত?
এই গানটির ক্লিপ এক ব্যক্তি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'থ্রেট কালচারের গালে গালে, জুতো মারো তালে তালে, লড়াই শেষতক।' নিমেষে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। পেয়েছে প্রচুর ভিউজ, শেয়ার করাও হয়েছে বহুবার।
প্রসঙ্গত ১ সেপ্টেম্বর কথা মতোই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মহামিছিল শুরু হয়ে গিয়েছে। তারকাদের সঙ্গে সাধারণ মানুষ এমনকি খুদেরাও যোগ দিয়েছে সেই মিছিলে। উঠেছে We Demand Justice স্লোগান।