1 মিনিটে পড়ুন Updated: 28 Oct 2023, 05:14 PM ISTSubhasmita Kanji
Arijit Singh-Fan: মরিশাসে পৌঁছিয়ে এক খুদে ভক্তের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠতে দেখা যায় অরিজিৎকে। তাকে তিনি অটোগ্রাফও দেন।
ভক্তকে কী বললেন অরিজিৎ
অরিজিৎ সিং মানেই কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর গুণমুগ্ধ। তাঁর গান, নম্র ব্যবহারে সকলেই মুগ্ধ। অরিজিৎ ভক্ত মানেই এক ঝলক তাঁর দেখা পাওয়ার চেষ্টা করা, একটা অটোগ্রাফ বা সেলফি পাওয়ার চেষ্টা। মাঝে মধ্যেই তাঁকে খোশমেজাজে দেখা যায় ভক্তের সঙ্গে। এদিনও তার অন্যথা হল না। মরিশাসে পৌঁছিয়ে তাঁকে এক ভক্তের সঙ্গে কথা বলতে দেখা গেল।
খুদে ভক্তের সঙ্গে অরিজিৎ
মরিশাস গিয়েছেন অরিজিৎ। সেখানেই বিমানবন্দর থেকে নেমে গাড়িতে উঠতেই অটোগ্রাফ চাওয়ার জন্য হাজির এক খুদে। হাসিমুখে তার থেকে খাতা পেন চেয়ে নেন গায়ক। সই করার আগে জানতে চান তার নাম কী। হাসিমুখে সেই নাম জেনে খাতায় সই করে দেন। সেই খুদের দেখাদেখি আরও একজন এগিয়ে আসেন অটোগ্রাফের আশায়। তাঁকেও নিরাশ করেন না অরিজিৎ। কিন্তু পেন না থাকায় বলে ওঠেন, 'আমার কাছে পেন নেই, আপনার কাছে হবে?' পেন নিয়ে তাঁকেও অটোগ্রাফ দেন গায়ক। আবার সেই ব্যক্তির সঙ্গে খানিক কথাও বলেন। পরিশেষে হাসিমুখে ভক্তদের থেকে বিদায় নেন তিনি। হাত নেড়ে, প্রণাম জানিয়ে চলে যান সেখান থেকে।