সোশ্য়াল মিডিয়ায় বিয়ের ভিডিয়ো শেয়ার করলেন আরবাজ খান। দেখা গেল নতুন বউয়ের জন্য ‘তেরে মস্ত মস্ত দো নয়ন’ গাইছেন তিনি। সামনে সলজ্জ মুখে দাঁড়িয়ে সুরা। বরের বেসুরো গানেই নাচতে দেখা গেল তাঁকে। ২০১০ সালের ব্লকবাস্টার অ্যাকশন কমেডি ‘দাবাং’ থেকে গানটি গাইলেন আরবাজ।
নিজের গান গাওয়ার ভিডিয়োটি শেয়ার করে আরবাজ লিখলেন, ‘কোনও সন্দেহ নেই এই কারণেই আমার বাবা কখনও চাননি আমি গান গাই। বরং আমাকে চেয়েছিলেন আমি ক্রিকেটার হই।’ আর আরবাজের শেয়ার করা এই ভিডিয়োতে রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানি মন্তব্য করলেন, ‘আমি কীভাবে এটি মিস করলাম (হাসির ইমোজি)।’
আরও পড়ুন: ভুল ‘সাজিদ খান’-কে ম্যাসেজ! ‘আমি মরিনি, বেঁচে আছি’, বার্তা ফারহার ভাইয়ের
এর আগে আরবাদ ও সুরার বিয়ের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল, তাতে সলমনকে এই একই গানে নাচ করতে দেখা গিয়েছিল। যাতে পা মিলিয়েছিল আরবাজের একমাত্র ছেলে আরহানও। নাচের দলে ছিলেন আলভিরা আর সুরাও।
রবিবার মুম্বইতে বোন অর্পিতা খান শর্মার বাড়িতেই বসেছিলন নিকাহ-র আসর। খুব অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন হয় শুভকাজ। বলিউড থেকে দেখা মিলেছিল খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধু রবিনা ট্যান্ডন, রীতেশ ও জেনেলিয়া দেশমুখের।
আরও পড়ুন: মেয়ের মা হতে না হতেই শুভশ্রী রাজের নায়িকা! নতুন প্রোজেক্টে ইয়ালিনির মাম্মা
১৯৯৮ সালে মালাইকা আরোরাকে বিয়ে করেছিলেন আরবাজ। ২০১৬ সালে তাঁদের ছাদ আলাদা হয়। ২০১৭ সালে শেষ হয়েছিল ডিবোর্সের আইনি কাজ। এই সম্পর্ক শেষের পর আরবাজের প্রেম হয়েছিল বিদেশী মডেল-গায়িকা জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে। লিভ ইনও করেছিলেন জর্জিয়া আর আরবাজ বেশ কিছু বছর। অন্য দিকে, আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা আরোরা।
এদিকে সলমনের বাবা সেলিম খান মুখ খুলেছেন মেজো ছেলের দ্বিতীয় বিয়ে নিয়ে। বিয়ের আগে তাঁর অনুমতি নিয়েছিল কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আরবাজ তরুণ, শিক্ষিত এবং পরিণত এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। আরবাজ যদি খুশি হয় তাহলে আর কিছুই যায় আসে না। ওরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আমার মতে এটা কোনও অপরাধই নয়। আমি বর ও কনেকে আশীর্বাদও করেছি। ’