
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাংলাদেশকে তুড়ি মেরে উড়িয়ে আপতত রিল্য়াক্স মুডে বিরাট কোহলি। সাকিব-শান্তদের ক্রিকেটের ২২ গজে বধ করে এবার ব্যাট হাতে বউয়ের মুখোমুখিয়াচ কোহলি। হ্যাঁ, বিরাটকে চ্যালেঞ্জ ছুড়লেন খোদ অনুষ্কা শর্মা। অনুষ্কার তৈরি নিয়মে গলি ক্রিকেট খেলতে একপ্রকার বাধ্য বিরাট। ব্যাট-বল হাতে কে কাকে টেক্কা দিলেন? আসলে একটি বিজ্ঞাপনী প্রচারের জন্যই একফ্রেমে ধরা দিলেন বিরুষ্কা। আরও পড়ুন-মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী?
ভিডিয়োর শুরুতেই দেখা গেল গলি ক্রিকেটের উদ্ভট সব নিয়ম তৈরি করছেন অনুষ্কা। কারণ সরাসরি তিনি বরকে চ্যালেঞ্জ করেছেন- ‘বিরাট আমার মনে হয় তোমাকে আমি ক্রিকেট খেলায় হারিয়ে দেব’। বউয়ের মুখে একের পর এক অযৌক্তিক নিয়মের তালিকা শুনে ভ্যাবাচ্যাকা খান বিরাট। যেমন শরীরে বল লাগলে আউট, তিনবার বল মিস হলে আউট, যার ব্যাট সে আগে ব্যাট করবে, যে ছক্কা মারবে সে বল কুড়িয়ে আনবে। ক্রিকেট খেলায় অনুষ্কা তাঁকে হারাতে কোনওদিনই সক্ষম হবেন না, নিশ্চিত বিরাট। তাই সব শর্ত মেনে নেন। প্রথম বলেই বোল্ড অনুষ্কা, কিন্তু ওই যে নিয়ম যে তার। বলেই দিলেন প্রথম বলটা তো ট্রায়াল।
এরপরেও অনুষ্কার দাবিদাওয়া মানতে কালঘাম ছুটল বিরাটের। তাই কখনও 'হ্যাট' এবং ‘আবে কেয়া হ্যায় ইয়ে’ বলে বসলেন ক্রিকেট তারকা। এত নিয়ম বানিয়েও বিরাটকে কাবু করতে পারেননি অনুষ্কা। শেষে বিরক্তির চোটে ম্যাচ না খেলরা সিদ্ধান্ত নেন বিরাট। ভিডিয়োটি যেমন মজাদার, ভিডিয়ো তৈরির নেপথ্যের কাণ্ডকারখানাও ততটাই হাস্যকর।
বিরুষ্কা ভক্তরা পছন্দের জুটিকে আবারও একবার বিজ্ঞাপনী ক্যাম্পেনে একসঙ্গে দেখে যারপরনাই খুশি। একজন লেখেন, ‘পুরুষ কেবল নিজের পছন্দের নারীর কাছেই হার স্বীকার করে’। আরেকজন মন্তব্য করেছেন, ‘বৌদি তো খুব মজার মানুষ’। একজন মন্তব্য করেছেন, ‘ভাই, আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে জিততে পারবেন না, চেষ্টা করাও বৃথা'।
এক শ্যাম্পুর বিজ্ঞাপনে প্রথম আলাপ দুজনের। প্রথম দেখাতেই অনুষ্কার প্রতি আকৃষ্ট হয়েছিলেন বিরাট। এরপর প্রায় পাঁচ বছর ডেট করার পর ২০১৭ সালে ইতালিতে রূপকথার বিয়ে সারেন বিরাট-অনুষ্কা। এবং তাদের দুটি সন্তান রয়েছে। মেয়ে ভামিকা ও ছেলে আকায়। ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখতেই ভালোবাসেন তাঁরা এবং তাদের ছোট্ট পরিবারের সাথে লন্ডনেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন। আপতত ফিল্মি কেরিয়ার থেকে দূরেই রয়েছেন অনুষ্কা।
আরও পড়ুন-পর্দায় ফিরলেন অনুষ্কা! সাবেকি সাজে বৌদিমণির সেলিব্রেশন দেখে মুগ্ধ বিরাট ভক্তরা
অনুষ্কাকে পরবর্তী স্পোর্টস বায়োপিক ফিল্ম চাকদা এক্সপ্রেসে দেখা যাবে, যা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত। কিন্তু কবে এবং কোথায় এই ছবি মুক্তি পাবে, তা নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports