১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। অকায় কোহলির জন্মের আগে গর্ভাবস্থার কোনও খবর ভাগ করে নেনি তিনি বা বিরাট। মেয়ে ভামিকার জন্মের আগে অবশ্য ফলাও করে গর্ভবতী হওয়ার ঘোষণা সেরেছিলেন। তবে দ্বিতীয়বার গোপনীয়তার মাত্রা বড়ই বেশি।
লন্ডনের হাসপাতালে জন্ম হয় অকায়ের। এমনকী, ছেলে হওয়ার পরও কয়েকটা সপ্তাহ সে দেশেই ছিলেন তাঁরা। তবে আইপিল শুরুর আগে, একাই দেশে ফেরেন বিরাট। অনুষ্কা আদৌ ভারতে পা রেখেছেন কিনা, তা অজানা!
বৃহস্পতিবার নতুন মা অনুষ্কা শর্মা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সিসিটিভি ফুটেজ শেয়ার করে নিলেন। যেখানে দেখা যাচ্ছে, দিল্লির কাছে গাজিয়াবাদে একটি পিট বুলের আক্রমণের শিকার একটি ছেলে। কুকুরের তাড়া খেয়ে ১৫ বছরের ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক। ভিডিয়োতে দেখা যায়, ছেলেটি পালানোর চেষ্টা করার সময় রাস্তার কুকুরগুলো পিট বুলটির দিকে তেড়ে আসে।
আরও পড়ুন: ‘আমি ওদের কুকুর বলতে রাজি নই, চার পায়ের মানুষ বলি’, বলছেন অমিত সাধ
ক্লিপটি শেয়ার করে পশুপ্রেমী অনুষ্কা লিখেছেন, ‘উভয় দিক তুলে ধরার জন্য’। ধর্মশালা অ্যানিম্যাল রেসকিউয়ের পোস্ট করা ইনস্টাগ্রাম রিলসটিও তিনি শেয়ার করে নেন। ক্যাপশনে লিখেছেন, ‘শেষ পর্যন্ত দেখুন। দত্তক নেওয়া থামাবেন না। রাস্তার কুকুরদের দত্তক নিন, সর্বোপরি কুকুর দত্তক নিন, প্রেমকে একটি সুযোগ দিন, রাস্তার কুকুররা সত্যিকারের নায়ক, সাহসিকতার যোগ্য, ভালবাসার যোগ্য।’
একজন ব্যক্তি মন্তব্য করেছেন, 'কোনও মিডিয়া এটি কভার করবে না কারণ রাস্তার কুকুরদের সবসময়ই খারাপ হিসেবে চিত্রিত করা হয়।' জানা গিয়েছে, ওই কিশোর দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: বিরাটের টানে নয়, ভামিকা-অকায়কে নিয়ে এই মানুষটার জন্য লন্ডন থেকে দেশে ফিরছেন অনুষ্কা

নতুন মা আনুষ্কা আপাতত বিরতিতে আছেন। ২০২১ সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করেছিল অভিনেত্রীর প্রথম সন্তান, ভামিকা কোহলি। অনুষ্কা-বিরাট ২০ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতি দিয়ে লিখেছিলেন, ‘প্রচুর আনন্দ এবং আমাদের হৃদয় পূর্ণ ভালবাসার সাথে, আমরা সবাইকে জানাতে পেরে আনন্দিত যে ১৫ ফেব্রুয়ারি, আমরা আমাদের শিশু ছেলে আকায় এবং ভামিকার ছোট ভাইকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি! আমাদের জীবনের এই সুন্দর সময়ে আপনাদের আশীর্বাদ ও শুভকামনা চাই। আমরা আপনাকে অনুরোধ করছি যে দয়া করে এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। ভালোবাসা ও কৃতজ্ঞতা- বিরাট ও অনুষ্কা।’
আরও পড়ুন: 'এবার ইদে কিছুই হচ্ছে না, মন খুবই খারাপ', কারণ জানালেন বাংলাদেশের নুসরাত
অনুষ্কার সর্বশেষ কাজ ছিল জিরো। যা মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। পাঁচ বছরের বেশি সময় কোনও নতুন সিনেমা বা সিরিজ আসেনি তাঁর। ক্রমাগত পিছিয়ে চলেছে ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস। তবে এই স্পোর্টস ড্রামার মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মসের সঙ্গে ওটিটি জায়েন্ট নেটফ্লিক্স ইন্ডিয়ার চুক্তি ভেঙে গিয়েছে। নেটফ্লিক্সেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির।