পর্দার ভুল বোঝাবুঝি এবার বাস্তবে! স্বস্তিকা-দিব্যজ্যোতির বন্ধুত্বে বড়সড় চিড়, অন্তত এমনটাই গুঞ্জন টেলিপাড়ায়। দু-দিন আগেই ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করে দিয়েছেন অনুরাগের ছোঁয়ার নায়ক-নায়িকা। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব জুটি সূর্য-দীপা। বেঙ্গল টপার ধারাবাহিকের জুটির মধ্যে বনিবনা না হওয়ার খবর অবশ্য নতুন নয়। জুন মাসের শেষের দিকেই প্রথম চাউর হয় এই খবর। সেইসময় এক অ্যাওয়ার্ড সেরেমানিতে পরস্পরকে ইগনোর করেছেন তাঁরা এমন অভিযোগ উঠেছিল। ফিসফাস শোনা গিয়েছিল, গোটা অনুষ্ঠানেই একে অপরকে এড়িয়ে চলেছেন তাঁরা। কিন্তু সেই জল্পনা হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ফুৎকারে উড়িয়েছিলেন স্বস্তিকা ঘোষ। জানিয়েছিলেন- 'আমরা পাশাপাশি বসেছিলাম, নর্ম্যাল যেমন থাকি একদম তেমনি ছিলাম। আমরা ছবিও তুলেছি প্রচুর, হয়ত সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করিনি। কারা এটা রটিয়েছে আমি জানি না, তবে আমাদের বন্ধুত্ব আগের মতোই অটুট রয়েছে'।' কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই তিনি ‘ভালো বন্ধু’ দিব্যজ্যোতিকে আনফলো করলেন। আরও পড়ুন-বিয়ের আগেই বাচ্চা মানুষ করা শিখে গিয়েছি, সোনা-রূপা আমাকে ধৈর্য্যশীল করেছে: স্বস্তিকা