মাসখানেক ধরেই চলছে দিব্যজ্যোতি আর সৌমিলির প্রেমের গুঞ্জন। একসঙ্গে কাজ করছেন তাঁরা জি বাংলার অনুরাগের ছোঁয়াতে। একসঙ্গে পাহাড়ের ছবি দিয়ে প্রেম জল্পনা উসকে দিলেন দুই অভিনেতা।
পাহাড়ে একসঙ্গে সৌমিলি-দিব্যজ্যোতি?
প্রেম নাকি ছাইচাপা আগুনের মতো মতো, কিছুতেই ধামাচাপা দেওয়া যায় না! এই রকম কথা তো অনেকের মুখেই শোনা যায়। তবে কখনও কখনও নাকি বাস্তবেও ঘটে। ঠিক যেমন বিনোদন জগতের ক্ষেত্রে। তারকারা নিজেদের প্রেম বা ভালোবাসার মানুষটাকে যতই গোপনে রাখার চেষ্টা করুক না কেন, তা সামনে চলেই আসে।
এই যেমন টলিপাড়ায় মাসকতক ধরেই ফিসফাস শালি-জামাইবাবুর প্রেমের। যদিও তা বাস্তবে নয়, রিল লাইফে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের কথা হচ্ছে। সেখানের সূর্য আর উর্মি নাকি প্রেম করছেন! মানে দিব্যজ্যোতি দত্ত আর সৌমিলি চক্রবর্তী। ধারাবাহিকে তাঁরা শালি-জামাইবাবু। আবার আরেকটা পরিচয়ও আছে, ভাসুর ও ভাইয়ের বউ।
একাধিক নায়িকার সঙ্গে এর আগে নাম জড়িয়েছে দিব্যজ্যোতির। তিনি যে গুড লুকিং, তা একবাক্যে মেনে নেবেন নিন্দুকেরাও। আর ইন্ডাস্ট্রির নায়িকাদের সঙ্গেও বেশ ভাব। কখনও সৌমিতৃষা কুণ্ডু, কখনও নিজের সিরিয়ালের নায়িকা স্বস্তিকা দত্ত তো কখনও আবার সৌমিলি, কতই না লিঙ্কআপ! যদিও সব হাওয়াতেই উড়িয়ে দিয়েছেন। সবাইকেই নাম দিয়েছেন ‘বন্ধু’র।
নেটপাড়া খুঁজে বের করল এক আশ্চর্য মিল। একই সময়ে পাহাড় থেকে ছবি শেয়ার করেছেন দিব্যজ্যোতি আর সৌমিলি। যদিও আলাদা-আলাদা। সৌমিলির ছবিটি তোলা হয়েছে গ্যাংটকের ম্যালে। আর দিব্যজ্যোতিকে দেখা গেল পাহাড়ের কোনও রাস্তায় খাদের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে। আর দুজনকেই পাহাড়ে দেখে, অনুরাগী মনে প্রশ্ন, একসঙ্গে ভ্যাকেশনে যাননি তো?
সৌমিলিকে দেখা গেল সিলভার রঙের জ্যাকেটে। কাঁধে লম্বা স্লিং ব্যাগ। দুই গালে হাত দিয়ে ছবিখানা তুলেছেন। অপর দিকে, দিব্যজ্যোতি পরে আছেন নীল জিন্স আর চেকড টি-শার্ট। চোখে এভিয়েটর সানগ্লাস। দিব্যর পোস্টে কমেন্ট করলেন অনস্ক্রিন মা লাবন্য ওরফে রূপাঞ্জনা মিত্র। লিখেছেন, ‘তু কাহা হ্যায়’। এখন প্রশ্ন হল, সত্যিই কি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন দিব্যজ্যোতি আর সৌমিলি?