বর্তমানে দিল-এর ঘরে অঙ্কিতা, দিমাগের ঘরে ভিকি। তারই মাঝে অভিনেত্রী জানালেন, পিরিয়ড মিস করার কথা। বিগ বসের নির্মাতাদের পক্ষ থেকে তাঁর প্রেগন্যান্সি টেস্টও করা হয়েছে।
বিগ বসের ঘরে প্রেগন্যান্সি টেস্ট হল সুশান্তের-প্রাক্তন অঙ্কিতার।
চলতি বছরে বিগ বসে চর্চায় আছে ভিকি জৈন আর অঙ্কিতা লোখান্ডের সম্পর্ক। দুজনের ঝগড়া প্রায়ই জায়গা করে নেয় শিরোনামে। শুধু তাই নয়, বিগ বসের প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তায় প্রায়ই সুশান্তের ব্যাপারে কথা বলতে শোনা যায় অঙ্কিতাকে। তবে এবার এল আরও বড় খবর। স্বামী ভিকির সঙ্গে কথা প্রসঙ্গে পবিত্র রিস্তা অভিনেত্রী জানালেন, বিগ বসের ঘরে হওয়া প্রেগন্যান্সি টেস্টের কথা।
চলতি সপ্তাহেই ঠিকানা বদলেছে ভিকি আর অঙ্কিতার। অভিনেত্রী ‘দিল কি মাকান’-এ থাকলেও, ভিকিকে পাঠিয়ে দেওয়া হয়েছে ‘দিমাগ’-এ। আর যার ফলে দুজনের ঝগড়া আরও বেড়েছে। এরকমই এক মুহূর্তে ভেঙে পড়তে দেখা যায় অঙ্কিতাকে। স্বামীর উদ্দেশে বলেন, ‘আমি হাঁপিয়ে গিয়েছি, সত্যিই হাঁপিয়ে গিয়েছি’। আরও পড়ুন:নয় মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী খেলেন সাধ! সাদা শাড়ি, লাল ব্লাউজ, সিঁদুরে অপরূপা
এরপর আরও বলেন, ‘আমার নিজেকে অসুস্থ লাগছে। ভিতর থেকে মনে হচ্ছে সব ঠিক নেই। পিরিয়ডসও হচ্ছে না আমার। বাড়ি যাব আমি।’
এরপর ভিকিকে জানান, পিরিয়ডস না হওয়ায় প্রেগন্যান্সি টেস্ট করানো হয়েছে তাঁর। দুবার টেস্ট করিয়েছেন বিগ বসের নির্মাতারা। একবার রক্ত ও একবার মূত্র পরীক্ষা। ইমোশনাল আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছেন বলেও জানালেন অঙ্কিতা।