অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে একটি এফআইআর দায়ের করেছেন। জানা গিয়েছে যে, বাড়ির পরিচারিকার মেয়ে-সহ দুজন নিখোঁজ মেয়েদের সন্ধানে পুলিশের সহায়তা চেয়েছেন পবিত্র রিস্তা অভিনেত্রী। ইনস্টাগ্রামে অঙ্কিতা একটি মেসেজ পোস্ট করে জানান যে, বৃহস্পতিবার থেকে মেয়েরা নিখোঁজ। দুটি মেয়ের ছবিও শেয়ার করেছেন অঙ্কিতা।
অঙ্কিতা লোখান্ডে মেয়ে দুটিকে শেষ কোথায় দেখা গিয়েছিল, তারও বিবরণ দিয়েছেন। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। ‘জরুরি: অনুপস্থিত সতর্কতা। আমাদের বাড়ির পরিচারিকা কান্তার মেয়ে এবং মেয়ের বন্ধু সালোনি ও নেহা ৩১ জুলাই, সকাল ১০টা থেকে নিখোঁজ। তাদের শেষবার ভাকোলা এলাকার কাছে দেখা গিয়েছিল। ইতিমধ্যেই মালভানি থানায় এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু তাদের হদিস এখনও জানা যায়নি।’
অঙ্কিতা তাঁর এই পোস্টে হারিয়ে যাওয়া মেয়েদের 'পরিবার' বলে অভিহিত করে বলেন, তারা 'গভীরভাবে উদ্বিগ্ন'। অঙ্কিতা নিজের পোস্টে লিখেছেন, ‘ওরা আমার পরিবার। আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং সবাইকে, বিশেষ করে @mumbaipolice ও #Mumbaikars অনুরোধ করছি যেন তারা আমাদের কথাটি ছড়িয়ে দিতে এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব উপায়ে সহায়তা করেন। যদি কেউ কিছু দেখে থাকেন বা শুনে থাকেন তবে দয়া করে অবিলম্বে যোগাযোগ করুন বা নিকটস্থ থানায় রিপোর্ট করুন। আপনাদের সমর্থন ও প্রার্থনা মানে এই মুহূর্তে সবকিছু। @devendra_fadnavis @mieknathshinde @ajitpawarspeaks @cpmumbaipolice @mla_aslamshaikh @vikaashagarwall- ভিকি ও অঙ্কিতা (হাত জোড় করা ইমোজি)। অঙ্কিতা ও তাঁর স্বামী ভিকি জৈন যৌথ পোস্ট হিসেবে এটি শেয়ার করেছেন।’
পুলিশ কী বলছে?
সংবাদ সংস্থা পিটিআইয়ের এক আধিকারিকক জানিয়েছে, নাবালিকারা জড়িত থাকায় অপহরণের মামলা দায়ের করা হয়েছে। মেয়েদের শেষবার দেখা গিয়েছিল মুম্বইয়ের সান্তাক্রুজের ভাকোলা এলাকায়। তাদের নিখোঁজ হওয়ার পর থেকে তেমন কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি বলেও জানান ওই কর্মকর্তা।
অঙ্কিতা সম্পর্কে
অঙ্কিতাকে শেষ দেখা গিয়েছিল রান্নার প্রতিযোগিতা ভিত্তিক কমেডি শো 'লাফটার শেফস- আনলিমিটেড এন্টারটেইনমেন্ট'-এ। এটি ২০২৫ সালের জানুয়ারিতে কালার্স টিভিতে প্রিমিয়ার হয়েছিল, ভারতী সিং হোস্ট করেছিলেন এবং বিচারক ছিলেন হরপাল সিং সোখি। এটি JioHotstar-এও পাওয়া যাচ্ছে।