বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankita-Sushant: বিগ বসের অভিষেককে দেখে সুশান্তের কথা মনে পড়ে অঙ্কিতার? বললেন, 'তুমি যখন শার্ট ছাড়া...'
পরবর্তী খবর
Ankita-Sushant: বিগ বসের অভিষেককে দেখে সুশান্তের কথা মনে পড়ে অঙ্কিতার? বললেন, 'তুমি যখন শার্ট ছাড়া...'
1 মিনিটে পড়ুন Updated: 08 Nov 2023, 08:35 PM ISTSubhasmita Kanji
Ankita Lokhande-Sushant Singh Rajput: বিগ বসে এবারের অন্যতম প্রতিযোগী হলেন অঙ্কিতা লোখান্ডে। তাঁকে এখানে মাঝে মধ্যেই তাঁর প্রাক্তন প্রেমিক তথা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিষয়ে কথা বলতে শোনা যায়। এদিন কী বললেন তিনি?
বর সঙ্গে থাকা সত্বেও প্রাক্তনের স্মৃতিতে বুঁদ অঙ্কিতা
সুশান্ত সিং রাজপুত নেই আজ দেখতে দেখতে তিন বছর হয়ে গেল। প্রাক্তন প্রেমিককে নিয়ে কথা বলতে গিয়ে মাঝে মধ্যেই আবেগপ্রবণ হয়ে পড়েন অঙ্কিতা লোখান্ডে। বর্তমানে তিনি বিগ বস ১৭ -তে রয়েছেন। সেখানে থেকেই তিনি সম্প্রতি তাঁর প্রাক্তনকে নিয়ে কথা বললেন। জানালেন সুশান্ত সহজেই প্রভাবিত হয়ে যেতেন। সোশ্যাল মিডিয়ায় ওকে নিয়ে কে কী লিখছে সেটা দেখে সহজেই সুশান্ত প্রভাবিত হতেন বলে জানান অঙ্কিতা। তিনি আরও বলেন, সুশান্ত ভীষণ পরিশ্রমী ছিলেন। তাঁদের দুজনকে পবিত্র রিশতার নামক একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল। একতা কাপুরের সেই ধারাবাহিক করতে গিয়েই তাঁরা কাছাকাছি আসেন, প্রেমে পড়েন। যদিও ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত চুটিয়ে প্রেম করার পর তাঁরা আলাদা হয়ে যান।
বিগ বসে সুশান্তকে নিয়ে কী বললেন অঙ্কিতা?
বিগ বসের অন্যতম প্রতিযোগী অভিষেক কুমারের সঙ্গে একটি কথোপকথনে অঙ্কিতা জানান, 'তুমি যখন শার্ট ছাড়া খালি প্যান্ট পরে আমার আশেপাশে ঘুরে বেড়াও তুমি আমাকে সুশান্তের কথা মনে করিয়ে দাও। তোমার চেহারার গঠনটা একেবারে সুশান্তের মতো।'
তিনি আরও বলেন, 'সুশান্ত ভীষণ পরিশ্রমী ছিল। ও সমস্ত বিষয়ে ভীষণ ভাবে জড়িয়ে গিয়ে সেটাকে নিখুঁত ভাবে করার চেষ্টা করত। ওকে নিয়ে কে কী বলছে সেটাতে সহজেই প্রভাবিত হয়ে যেত। সুশান্তের পাশে এমন কেউ ছিল না যে ওর হয়ে কথা বলবে।'
অভিষেক এরপর ওঁর থেকে ক্ষমা চান যে তিনি আবারও সুশান্তের বিষয়টা তুলে আনলেন। উত্তরে অঙ্কিতা বলেন, 'আমি ওর জন্য গর্বিত। আমি ওকে নিয়ে কথা বলতে ভালোবাসি। আমার পরিবারের মতো ছিল সুশান্ত।'