অনিলা কাপুরের ছোট কন্যা অর্থাৎ সোনম কাপুর বোন রিয়া কাপুর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। বেশ কিছু রিপোর্ট বলছে, শনিবার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড করণ বুলানির সঙ্গে গাঁটঢছড়া বাঁধতে চলেছেন তিনি। অভিনেতা অনিল কাপুরের জুহুর বাংলোর সামনে বেশ কিছু ক্রিয়াকলাপ নজরে এসেছে। সেই ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে, বিয়ের স্থানও নাকি দেখতে গিয়েছিলেন করণ। ‘আয়শা’, ‘বীরে দি ওয়েডিং’এর মতো ছবির প্রযোজনা করেছেন রিয়া কাপুর। গত ১৩ বছর ধরে তিনি করণ বুলানির সঙ্গে সম্পর্কে রয়েছেন। সূত্র মারফত খবর, চুপিচুপি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজনে। শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারবেন তাঁরা। রিয়ার দিদি তথা অভিনেত্রী সোনম কাপুর এবং তাঁর স্বামী আনন্দ আহুজা বর্তমানে মুম্বইতে রয়েছে। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম এবং আনন্দ। মুম্বই এবং লন্ডনে প্রায়শই যাতায়াত করতে দেখা যায় তাঁদের।