
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
১০ বছরের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। সিরিয়াল, সিনেমা, সিরিজে দেখা গিয়েছে তাঁকে। কদিন আগে বসেছেন বিয়ের পিঁড়িতেও। তবে, অভিযোগ বর্তমানে নাকি আর কাজ পাচ্ছেন না!
কদিন আগেই দেখা গিয়েছে কাশ্মীর ট্রিপে গিয়েছেন তিনি স্বামী উদয় প্রতাপ সিং-এর সঙ্গে। ভূস্বর্গে হানিমুনের বেশ কিছু ছবিও ভাগ করে নেন তাঁরা। বরফ-স্নো ফলের মধ্যে আদরে মাখামাখি অবস্থায় দেখা যায় উদয়-অনামিকাকে। ২০২৩ সালের ২৮ জুন আংটি বদল আর রেজিস্ট্রি করে বিয়ে সেরেছিলেন এই দম্পতি। বিয়ের পর ঘুরতে গেলেও, তাতে সঙ্গী ছিলেন বন্ধুরা। তবে কাশ্মীরে যান, শুধু দুজনে, জুটিতে।
আরও পড়ুন: কাঞ্চন-শ্রীময়ী বিছানায়, পিঙ্কির নতুন প্রেমের জল্পনা! ওশের মা বলছে, ‘আশা হল…’
তবে উদয়-অনামিকার কাশ্মীর ট্যুরের পোস্টে অনেকেই অভিনেত্রীকে ‘মোটা’ বলে কটাক্ষ করেন। দেন ওজন কমানোর পরামর্শও। আর এবার দেখা গেল, এক পডকাস্টে অনামিকাও দাবি করছেন, ওজন বেড়ে যাওয়ায় তিনি নাকি ক্রমাগত প্রত্যাখ্যাত হচ্ছেন টলিউড থেকেই।
অনামিকাকে বলতে শোনা যায়, ‘আমাকে ক্রমাগত ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমাকে দেখেই ওরা বলে মোটা হয়ে গিয়েছ। রোগা না হলে স্ক্রিনে ভাল লাগবে না। কারণ ওরা এটাই বিশ্বাস করতে চায়। যে রোগা মানেই সে সুন্দর। রোগা না হলে অভিনেত্রী হওয়া যায় না।’
আরও পড়ুন: সলমনকে খুন করতে এসেছিল আততায়ীরা, পুলিশ জানাল আদালতে, কতদিনের জেল হেফাজত?
১৬-১৭ বছর বয়সে ক্যামেরার সামনে আসেন প্রথম। জি বাংলার রাজযোটক সিনেমায় কাজ তাঁকে পৌঁছে দেয় খ্যাতির শীর্ষে। এরপর এখানে আকাশ নীল-এর হিয়া চরিত্রটি এনে দেয় হাজারও দর্শকের ভালোবাসা। তারপর বহু বছর ভালো কোনও চরিত্রে দেখা যায়নি টিভিতে। ফিরেছিলেন সান বাংলার ফাগুনের মোহনা ধারাবাহিক দিয়ে। তাঁর ওয়েব সিরিজ ‘হোলি ফাক’-এর দুটো সিজনই ছিল হিট। ছিলেন ২০২৩-এর হিট ছবি শহরের উষ্ণতম দিনেও।
ওজন নিয়ে ট্রোল কোনও নতুন ব্যাপার নয়! বলিউডে বিদ্যা বালন থেকে শুরু করে ঐশ্বর্যরাও ছাড়া পান না। বিদ্যা নিজেও জানিয়েছেন, বহুবার তাঁকে সিনেমার পরিচালকরা পরামর্শ দিয়েছেন ওজন কমানোর। এমনকী, এই ট্যাবুর কারণে কাজও হাতছাড়া হয়েছিল অনেকগুলি। টলিউডেও সেই একই পরিস্থিতি।
৳7,777 IPL 2025 Sports Bonus