সম্প্রতি কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১৬ মঞ্চে খেলতে এসেছিলেন কৌশলেন্দ্র প্রতাপ সিং। খেলার মাঝে অমিতাভের ‘কালা পাত্থার’ সিনেমার শ্যুটিং নিয়ে কথা বলতে গিয়ে একটি অজানা রহস্য ফাঁস করলেন তিনি। প্রতিযোগীর কথায় সহমত প্রকাশ করলেন অমিতাভ নিজেও।
কৌশলেন্দ্র ঝাড়খণ্ডের বাসিন্দা। তিনি সরকার এবং কয়লা ক্রেতাদের মধ্যে মধ্যস্থতা করেন। স্বাভাবিকভাবেই কয়লা খনির খুঁটিনাটি তাঁর সিদ্ধহস্ত। কথায় কথায় তিনি তুলে ধরেন ‘কালা পাত্থার’ সিনেমার শ্যুটিং চলাকালীন একটি অজানা তথ্য।
প্রতিযোগী বলেন, ‘কালা পাত্থর’ সিনেমা শুটিং চলাকালীন অমিতাভের ওপর দূষিত জল ছিটিয়ে দেওয়া হয়েছিল। সাময়িকভাবে অসুস্থ বোধ করলেও কোনও বিরতি না নিয়ে অমিতাভ শ্যুটিং থামাতে দেননি। অমিতাভের এই অসাধারণ ধৈর্য্য এবং সিনেমার প্রতি ভালোবাসাকে কুর্নিশ জানান কৌশলেন্দ্র।
আরও পড়ুন: নির্যাতনে অসাড় হয়ে যায় মুখ, ননদ হংসিকা ও স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন মুসকান
আরও পড়ুন: বরফের মধ্যে বাবা মায়ের রোম্যান্টিক ছবির বারোটা বাজাল ছোট্ট জেহ! কী কাণ্ড বাঁধাল নবাব-পুত্তুর?
কৌশলেন্দ্র আরও জানান, এই গোটা ঘটনাটি তিনি জানতে পেরেছিলেন অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চনের লেখা একটি বই থেকে। হরিবংশ রাই বচ্চন ‘কালা পাত্থার’ সিনেমার এই অজানা তথ্যটি বইতে উল্লেখ করে ছেলের প্রতি গর্ব প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, বই থেকে আরও জানা যায় অমিতাভ সব সময় উত্তর দিকে মুখ করে খান। মনে করা হয়, যে ব্যক্তি উত্তর দিকে মুখ করে আহার করেন তিনি সবসময় সত্যকে অর্জন করেন এবং দীর্ঘায়ু হন।
কৌশলন্দ্রের এই কথায় সহমত প্রকাশ করেন অমিতাভ। তিনি বলেন, আপনি একদম ঠিক বলছেন। তবে আমি মনে করি, সত্য এবং দীর্ঘায়ুর মধ্যে যদি আমাকে কিছু বেছে নিতে হয় তাহলে আমি সত্যকেই বেছে নেব। আমাদের বাড়িতে একটি গোলাকার খাবার টেবিল ছিল। আমি যখন টেবিলে বসতাম সব সময় উত্তর দিকে মুখ করে বসতাম এবং আমার বাবা পূর্ব দিকে মুখ করে বসতেন।
আরও পড়ুন: বরফের মধ্যে বাবা মায়ের রোম্যান্টিক ছবির বারোটা বাজাল ছোট্ট জেহ! কী কাণ্ড বাঁধাল নবাব-পুত্তুর?
আরও পড়ুন: বিনোদিনীর লুকেই খাদানের সাকসেস পার্টিতে দেবের পাশে রুক্মিণী! সৃজিত, স্বস্তিকা সহ এলেন কারা?
প্রসঙ্গত, ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কালা পাত্থার’ সিনেমাটি যশ চোপড়া পরিচালিত একটি অ্যাকশন ড্রামা সিনেমা ছিল। এই সিনেমাটি চাসনালা কয়লা খনির বিপর্যয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। সিনেমায় অমিতাভ ছাড়া অভিনয় করেছিলেন শশী কাপুর, শত্রুঘ্ন সিনহা, রাখি গুলজার, নীতু সিং, প্রেম চোপড়া, পারভিন ববি।