বলিউড তারকাদের বিয়ে মানেই মিডিয়ার হাইপ তুঙ্গে। বিয়ের তারিখ ঠিক হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয় এবং তারপর বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অভিনেতাদের বিয়েতে অতিথির ভিড় জমে থাকে এবং টেলিভিশন থেকে শুরু করে বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত ব্যক্তিত্বরাও এসব হাই প্রোফাইল বিয়েতে এসে যোগ দেন। কিন্তু আপনি কি এমন এক সুপারস্টারের কথা জানেন, যার বিয়েতে মাত্র ৫ জন মানুষ এসেছিলেন?
আমরা বলছি বলিউডের মহানায়ক অমিতাভ বচ্চনের কথা। অমিতাভ বচ্চনের বিয়ে কোন সাধারণ বিয়ে ছিল না, এটি ছিল এমন একটি প্রেমকাহিনি, যা নিয়ে সেইসময় হত দারুণ জলঘোলা। তবে পরিবারের চাপে তাঁদের খুব কম সময়ে বিয়ের সিদ্ধাম্ত নিতে হয়েছিল, এই কারণে মাত্র ৫ জন নিমন্ত্রিত ছিলেন।
জয়া ভাদুড়ি প্রথমবার ফিল্ম ইন্সটিটিউটে অমিতাভকে দেখেছিলেন। জয়া অমিতাভ বচ্চনকে দেখেই মুগ্ধ হয়েছিলেন, কারণ তিনি মহান লেখক হরিবংশ রায় বচ্চনের ছেলে ছিলেন। কিন্তু অমিতাভের মনে সেই সময় খুব একটা ছাপ ফেলতে পারেননি জয়া। এরপর ম্যাগাজিনে ছাপা হওয়া, জয়ার একটা ছবি দেখে অমিতাভ প্রেমে পড়ে যান। এরপর একসঙ্গে 'গুড্ডি' ছবির সেটে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। 'জঞ্জির' ছবির শুটিংয়ের সময় তাদের মধ্যে প্রেমের সূত্রপাত হয়। ছবিটি হিট হওয়ার পর তাঁরা লন্ডন যাওয়ার পরিকল্পনা করেন।
অমিতাভ যখন তার বাবা হরিবংশের কাছে অনুমতি নিতে যান, তখন তিনি বলেন যে যদি জয়াকে সঙ্গে নিয়ে যান, তাহলে তাঁকে সেটা বিয়ে করে বউ হিসেবে নিয়ে যেতে হবে। তখন অমিতাভ এবং জয়ার দ্রুত বিয়ে হয়। জয়ার পিতা এই বিয়েতে খুশি ছিলেন না, কারণ অমিতাভ-জয়ার ১৯৭৩ সালে হওয়া এই বিয়েটা ভীষণ তাড়াহুড়ো করে হয়েছিল। তাই এতে মাত্র ৫ জন নিমন্ত্রিত ছিলেন।
কাজের কথা বললে, অমিতাভকে শীঘ্রই 'কল্কি ২' ছবিতে কাজ করতে দেখা যাবে। এছাড়াও টেলিভিশনে তার 'কৌন বনেগা ক্রোড়পতি' রিয়ালিটি শো বেশ জনপ্রিয়।