
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলতি বছরের দোলেই সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে...' আসছে। সেখানে একাধিক স্টার কাস্টের ভিড়ে নজর কেড়েছিলেন অলোকানন্দা গুহ। কিন্তু কীভাবে নায়িকার কাছে এল এই ছবির অফার? হিন্দুস্তান টাইমস বাংলাকে নায়িকা অকপটে সবটা জানিয়েও ছিলেন। তবে ছবির প্রথম লুক যখন প্রকাশ্যে এসেছিল তখন অলোকানন্দার লুক সামনে আনেনি নির্মাতারা। অবশেষে প্রকাশ্যে এল সেই লুক।
আরও পড়ুন: ছ'বছর আগে এই অফারটা আসে…, সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে...'তে সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন অলোকানন্দা
বৃহস্পতিবার অলোকানন্দা 'লহ গৌরাঙ্গের নাম রে...' ছবিতে তাঁর ‘বিষ্ণুপ্রিয়া’ লুকের ছবি প্রকাশ্যে এনে নানা কথা ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। অভিনেত্রী লেখেন, ‘সিরিয়ালে বিষ্ণুপ্রিয়ার চরিত্র থেকে বাদ দেওয়া হয়েছিল আমাকে। কারণটা কোনও দিনই কেউ বলতে পারেনি। আজও সে কারণ অজানা.. তবে ৬ বছর আগে কথা দিয়ে ছিলেন রানা সরকার, ‘বড় পর্দায় যদি কোনও দিন এই কনসেপ্টে সিনেমা হয়, তবে সেখানে বিষ্ণুপ্রিয়া তুই হবি!’ কথা অনেকেই দেয়, তবে রাখে ক'জন? রানাদার সঙ্গে আমার সারাক্ষণ ঝামেলা ঝগড়া মাঝে মাঝেই মুখ দেখা বন্ধ তবে এক বছর এ যাই হোক না কেন, একটা বিষয় সিওর ছিলাম সে তার দেওয়া এই কথা থেকে সরে যাবে না। কারণ সে সেই সময় দেখে ছিল আমি কতটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, কী কী করিয়েছে কিছু লোকজন আমাকে দিয়ে, কতটা নোংরামো সহ্য করতে হয়েছে সবটা জানে! সে নিজেও জানে আমি তাঁকে ধন্যবাদ বলব না এই পোস্টটা শুধু করা আমার সেই ৬ বছর আগের ছোট্ট আমি কে বাঁচিয়ে রাখার। ধন্যবাদ এসভিএফ, Dag Cmedia, সৃজিতদা।'
প্রসঙ্গত, হিন্দুস্তান টাইমস বাংলাকে অলোকানন্দা বলেছিলেন, 'ছ'বছর আগে আমার কাছে এই অফারটা আসে। টেলিভিশনে 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ধারাবাহিকটা যখন করতাম। তখন আমি এই একই প্রোডাকশন হাউজে বিষ্ণুপ্রিয়ার ভূমিকায় অভিনয় করতাম। তখনই প্রোডাকশন হাউজের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিল যে, যদি কোনও দিন এই প্রোজেক্টটা বড় পর্দায় যায়, বা এটা নিয়ে কোনও ছবি তৈরি হয় তাহলে ওঁরা আমাকেই বিষ্ণুপ্রিয়ার চরিত্রে রাখবেন। কারণ ওঁদের আমার কাজ খুব পছন্দ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ওঁরা ওঁদের কথা রেখেছেন, এটা আমার কাছে অভাবনীয়। আর আমাকে মনে করে রেখেছেন এই ছ'বছর ধরে, এটা আমার জন্য সত্যি বড় পাওয়া। সৃজিতদার ছবিতে কাজ করার অফার পেয়ে আমি সত্যি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। আসলে সৃজিতদার সঙ্গে কাজ করা আমার জন্য অতন্ত্য বড় একটা বিষয়। সত্যি খুব ভালো লাগছে। আমাদের লুক সেটও হয়ে গিয়েছে। আর কিছু দিনের মধ্যে শ্যুটিং শুরুও হবে।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports