বলিউডের পরিচালক-অভিনেতা জুটির মধ্যে অন্যতম সফল হলেন অক্ষয় কুমার ও প্রিয়দর্শন। ভুল ভুলাইয়া (২০০৭) এবং হেরা ফেরি (২০০০)-র মতো ব্লকবাস্টার ছবির পর, এই জুটি নিয়ে আসছেন তাঁদের তৃতীয় কাজ। হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির জন্য দুজনে হাত মেলাতে প্রস্তুত।
এইচটি সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় জানালেন, ‘প্রিয়ন স্যার হেরা ফেরি ৩ পরিচালনার প্রস্তাব দিয়ে আমাদের সবাইকে চমকে দিয়েছেন। ২০২৫ সালের শুরুটা কী দারুণ।’
আরও পড়ু: মহাকুম্ভে পদপিষ্ঠের হাড়হিম ঘটনা! তসলিমা লিখলেন, ‘এভাবে মৃত্যু কারও কারও কাছে স্বস্তি, আনন্দও’
৩০ জানুয়ারি বৃহস্পতিবার নিজের জন্মদিনে প্রিয়দর্শন প্রাথমিকভাবে এই ইঙ্গিত দেওয়ায় ভক্তরা রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। ইনস্টাগ্রামে অক্ষয়ের থেকে আসা শুভেচ্ছাবার্তা পুণরায় শেয়ার করে, ৬৮ বছর বয়সী এই নির্মাতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘@akshaykumar তোমার শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। বিনিময়ে আমি আপনাকে একটি উপহার দিতে চাই। আমি হেরা ফেরি ৩ করতে রাজি আছি। তুমি কি প্রস্তুত আছো অক্ষয়, @suniel শেট্টি ও @pareshrawalofficial’।
শুক্রবার সকালে অক্ষয় দুজনের একটি সুন্দর ছবি শেয়ার করেছিলেন এবং ইনস্টাগ্রামে ক্যাপশনে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, প্রিয়ন স্যার! ভূতে ঘেরা ভুতুড়ে সেটে দিন কাটানোর চেয়ে জন্মদিন উদযাপনের এর চেয়ে ভাল উপায় আর কী হতে পারে... আমার জীবনের একজন পরামর্শদাতা হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনিই একমাত্র ব্যক্তি, যিনি বিশৃঙ্খলাকেও মাস্টারপিসে পরিণত করতে পারেন। আশা করি, আজকে আপনার কম রিটেক লাগবে। আর সামনের বছরটি হোক আপনার জন্য চমৎকার।’
আপাতত ভূত বাংলা নামে একটি হরর-কমেডি ছবির শুটিং করছেন প্রিয়দর্শন। সিনেমায় অক্ষয় এবং পরেশ ছাড়া অভিনয় করবেন টাবু, রাজপাল যাদব, ওয়ামিকা গাব্বি, আনসারি। বাংলা থেকে এই ছবিতে রয়েছেন যিশু সেনগুপ্তও।
আরও পড়ুন: সবে থামল অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স-চর্চা!হঠাৎই সামনে এল অমিতাভের সম্পত্তির নতুন দাবিবার, কে সে
অক্ষয় এবং প্রিয়দর্শন অতীতে হেরা ফেরি (২০০০), ভুল ভুলাইয়া (২০০৭), খাট্টা মিঠা (২০১০) এবং ভাগম ভাগ (২০০৬) এর মতো কাল্ট ক্লাসিকগুলিতে কাজ করেছেন একসঙ্গে। হেরা ফেরি সিরিজের দুটি সিনেমাই ছিল সুপার ডুপার হিট। ২০০০ সালে মুক্তি পেয়েছিল হেরা ফেরি। আর ২০০৬ সালে আসে ফির হেরাফেরি। হেরা ফেরি ৩ আসার খবর আসছে সেই করোনার আগে থেকে। এতদিনে বুঝি সত্যি তা শুরু হতে চলেছে। আর পুরনো কাস্টকে প্রিয়দর্শন ট্যাগ করায় বড় খুশি দর্শক। অর্থাৎ ব্লকবাস্টার ত্রয়ী বাবুরাম, রাজু আর শ্যামই আসছে।