কিছুদিন আগে পহেলগাঁও হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর করে। পাকিস্তানে ঢুকে গুঁড়িয়ে দিয়ে এসেছে ৯টি জঙ্গি ঘাঁটি। আর তারপরই গত ১০ মে নিকি ভিকি ভাগনানি ফিল্মসের তরফে একটি প্রজেক্টের ঘোষণা করা হয় যার নাম অপারেশন সিঁদুর। তাঁরা এক প্রজেক্টটি দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে জোট বেঁধে ঘোষণা করেছেন। এরপর থেকেই কানাঘুষোয় শোনা যেতে থাকে অক্ষয় কুমার এবং ভিকি কৌশলের মধ্যে ঝামেলা লেগেছে যে কে এই ছবিটি পাবেন সেটা নিয়ে। এবার এই বিষয়ে মুখ খুললেন অক্ষয়ের স্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কল খান্না।
আরও পড়ুন: ঠাকুরপুকুর পথ দুর্ঘটনার পর ফের বিপাকে আরিয়ান! ফাঁস ভিডিয়ো বৌমা অভিনেতার ফুলশয্যার গোপন ভিডিয়ো
আরও পড়ুন: 'পালিয়ে বিয়ে করিনি, আমরা...', 'ভুল' খবরে আখেরে লাভ হয়েছিল সৌরভ-ডোনার! কেন এমন বললেন মহারাজ ঘরণী?
কী জানালে টুইঙ্কল খান্না?
সম্প্রতি টুইঙ্কল খান্নাকে জিজ্ঞেস করা হয়েছে যে সত্যিই কি অক্ষয় এবং ভিকির মধ্যে কোনও অশান্তি হয়েছে এটা নিয়ে? তিনি জানিয়েছেন যে তিনিও অক্ষয় কুমার এবং ভিকি কৌশলের মধ্যে ঝামেলা হয়েছে এই সংক্রান্ত টুইট দেখেছেন। সেটা দেখে তিনি যখন অক্ষয়কে জিজ্ঞেস করেন যে বিষয়টা সত্যি কিনা অভিনেতা জানিয়েছেন সবটাই গুজব। ভুয়ো।
এদিন টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে টুইঙ্কল খান্না জানিয়েছেন 'আমি একগুচ্ছ টুইট দেখেছি, এবং আমি আমার বাড়ির মানুষকে ডেকে ঝগড়া করতে শুরু করে দিয়েছি। বলেছি যে আমি দেখেছি যে তুমি ভিকি কৌশলের সঙ্গে ঝগড়া করছ যে কে এই অপারেশন সিঁদুর ছবিটি পাবে সেটা নিয়ে। তখন ও দীর্ঘশ্বাস ছেড়ে জানিয়েছে যে এটা ভুয়ো খবর।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, গত ১০ মে উক্ত প্রযোজনা সংস্থা দুটোর তরফে এই প্রজেক্ট ঘোষণা করা হয়েছে। গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনা যে মিলিটারি অপারেশন চালিয়েছে পাকিস্তানে সেটার উপর ভিত্তি করে বানানো হবে এই ছবিটি। এই ঘোষণাটা সেই সময় করা হয়েছে যখন অপারেশন সিঁদুরের পর ভারত পাক অশান্তির আবহ যখন চরমে পৌঁছেছিল সেই সময় ঘোষণা করা হয় এই প্রজেক্ট। যার ফলে চরম কটাক্ষের মুখে পড়ে এই প্রযোজনা সংস্থা। যদিও তাঁদের তরফে জনগণের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। উত্তম মহেশ্বরী এই বিষয়ে ক্ষমা চেয়ে বলেন, ' কাউকে আঘাত করার বা কারও ভাবাবেগে কষ্ট দেওয়ার কোনও উদ্দেশ্য ছিল না। আমি বুঝেছি এই সময় এটা ঘোষণা করা এমন একটি সেনসিটিভ বিষয় নিয়ে অনেকের মনে আঘাত দিয়েছে। আমি মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।'
আরও পড়ুন: পিরিয়ডের আগে ভয়ঙ্কর পেট ব্যথা? মাসের বিশেষ দিনগুলোয় নিজেকে ভালো রাখতে কী টিপস ইমনের?
পরিচালক উত্তম মহেশ্বরী ক্ষমা চাওয়ার পর পরিচালক বসু ভাগনানি এবং জ্যাকি ভাগনানি জানিয়েছেন যে তাঁরা এই অপারেশন সিঁদুর প্রজেক্টের সঙ্গে যুক্ত নন।