গত বছরই সৃজিত জানান তিনি আর 'ফেলুদা' -কে নিয়ে আপাতত কোনও সিরিজ বানাবেন না। তা শুনে খুব স্বাভাবিক ভাবেই ফেলু-অনুরাগীদের মন খারাপ হয়ে গিয়েছিল। তবে 'গল্পের পার্বণ ১৪৩২'-এ হইচই সেই সব ফেলু-ভক্তদের খুশির খবর দিল। আবার হইচইয়ের পর্দায় ফিরছে ফেলুদা সিরিজ! কিন্তু জানেন কি এবার কে পরিচালনা করবেন সিরিজটি
ফের 'ফেলুদা' রূপে টোটা!
সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই বাংলা ওয়েব মাধ্যমে প্রথমবারের জন্য বাঙালি দর্শকরা পেয়েছিলেন 'ফেলুদা'কে। গত বছর পরিচালকের শেষ সিরিজ 'ফেলুদার গোয়েন্দগিরি: ভূস্বর্গ ভয়ঙ্কর' মুক্তি পায় হইচইয়ে। আর গত বছরই সৃজিত জানান তিনি আর 'ফেলুদা' -কে নিয়ে আপাতত কোনও সিরিজ বানাবেন না। তা শুনে খুব স্বাভাবিক ভাবেই ফেলু-অনুরাগীদের মন খারাপ হয়ে গিয়েছিল। তবে 'গল্পের পার্বণ ১৪৩২'-এ হইচই সেই সব ফেলু-ভক্তদের খুশির খবর দিল। আবার হইচইয়ের পর্দায় ফিরছে ফেলুদা সিরিজ! কিন্তু জানেন কি এবার কে পরিচালনা করবেন সিরিজটি?
গত বছর সৃজিত ঘোষণা করেছিলেন যে, তিনি আর ফেলুদা সিরিজ বানাবেন না। যা শুনে দর্শকরা বেশ অবাক হয়েছিলেন। কারণ টলিউডের এই খ্যাতনামা পরিচালকের হাত ধরেই ‘ফেলুদা’ ধরা দিয়েছিলেন মুঠোফোনে। তবে পরিচালক সেই সময় জানান আগামীতে আরও ‘বড় ক্যানভাস’-এর দরকার পড়বে। আর সাধারণত ওয়েব সিরিজের কাজে অত খরচ সম্ভব নয়। তাছাড়া তিনি এই নিয়ে প্রযোজকের উপর কোনও বাড়তি চাপও সৃষ্টি করতে চান না। তাই তাঁর এই সিদ্ধান্ত। তবে শুধু দর্শকরা নয়, সৃজিতের ‘ফেলুদা’ অর্থাৎ টোটা রায় চৌধুরীরও বেশ মনখারাপ হয়ে গিয়েছিল।
সেই সময় টোটা জানিয়েছিলেন যে আরও বেশ কয়েকটি ফেলুদা সিরিজ হবে ভেবে তিনি আশাবাদী ছিলেন। এই নিয়ে তিনি সৃজিতকে অনুরোধও করেছিলেন কিন্তু পরিচালক তাঁকে সাফ জানান ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ বাজেটের বাইরে গিয়ে করা কাজ। বাংলা সিরিজে এত টাকা সাধারণত খরচ হয় না। তাই তিনি প্রযোজককে আর চাপ দিতে নারাজ। তাই তিনি আর এই সিরিজ নিয়ে এগোবেন না।
সেই শুনে সবাই মুষড়ে পড়লেও এবার হইচই দিল সুখবর। 'ফেলুদা' আবার ফিরছে। সেখানে টোটা রায় চৌধুরীকেই দেখা যাবে ফেলু মিত্তিরের ভূমিকা। তবে এবার সিরিজটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। নানা অভিযানের পর এবার আসছে ফেলুদার 'রয়্যাল বেঙ্গল রহস্য'। শুক্রবার প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার।
প্রসঙ্গত টোটা ও সৃজিতের প্রথম যুগলবন্দী ছিল 'ফেলুদা ফেরত' যা মুক্তি পায় ২০২০ সালে। তবে সিরিজটি হইচই নয় মুক্তি পেয়েছিল আড্ডা টাইমসে। এরপর হইচইয়র জন্য বানান নিজের দ্বিতীয় সিরিজটি। ২০২২ সালে আসে 'ফেলুদার গোয়েন্দাগিরি'। আর ২০২৪ সালের ২০ ডিসেম্বর হইচইয়ে স্ট্রিমিং হচ্ছে 'ফেলুদার গোয়েন্দগিরি: ভূস্বর্গ ভয়ঙ্কর'।