৫৩তম দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন মালায়ালি তারকা মোহনলাল। শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রক ঘোষণা করেছে অভিনেতা মোহনলালকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হবে। এই প্রসিদ্ধ মালায়ালি অভিনেতা তার চার দশকের কেরিয়ারে ৪০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, প্রধানত মালয়ালম চলচ্চিত্রে কাজ করলেও তামিল, হিন্দি, তেলেগু এবং কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করেছেন সুপারস্টার। তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক ট্যুইটে জানিয়েছে, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারত সরকার আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, শ্রী আর. মোহনলালকে মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হবে’। সেখানে আরও বলা হয়, ‘মোহনলালের অসাধারণ অভিনয় যাত্রা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক এবং প্রযোজককে সম্মানিত করা হচ্ছে। তাঁর বহুমুখী প্রতিভা এবং নিরলস পরিশ্রম ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি সোনালী আদর্শ স্থাপন করেছে’। আগামী ২৩শে সেপ্টেম্বর, ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অনুষ্ঠানে অভিনেতার হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি। ১৯৭৮ সালে মালায়ালাম চলচ্চিত্র থিরানোত্তম দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ মোহনলালের, যার মুক্তি সেন্সরশিপ সমস্যার কারণে বিলম্বিত হয়েছিল। ইরুভার, কিরিডাম, ভরতম, বনপ্রস্তম এবং কানমাদম সহ বেশ কয়েকটি প্রশংসিত এবং উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন মোহনলাল। তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন - দুটি সেরা অভিনেতা, একটি বিশেষ জুরি উল্লেখ এবং অভিনয়ের জন্য একটি বিশেষ জুরি পুরস্কার ও সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য একটি অ্য়াওয়ার্ড। ভারত সরকার তাঁকে ২০০১ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী এবং ২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছে। সম্প্রতি হৃদয়পূর্বম ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এটি সত্যন আন্থিকাড পরিচালিত একটি রোমান্টিক কমেডি ড্রামা এবং এতে অভিনয় করেছেন মালবিকা মোহনন, সঙ্গীতা মাধবন নায়ার এবং সঙ্গীত প্রতাপ।