২০০৩-এর পর ২০২৫। ফের একবার অস্কারের মঞ্চে সেরার শিরোপা পেলেন অ্যাড্রিয়েন ব্রডি। সেবার (২০০৩)এ ‘দ্য পিয়ানোস্ট’-এর জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন। আর এবার (২০২৫) ৯৭তম অস্কারেও অ্যাড্রিয়েন 'দ্য ব্রুটালিস্ট'-এর জন্য সেরা অভিনেতার খেতাব জিতেছেন।
অস্কার অনুষ্ঠান থেকেই অ্যাড্রিয়েন ব্রডির নানান মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তেমনই এক মুহূর্তের ভিডিয়ো দেখে হতবাক নেটপাড়ার বাসিন্দারা। নাম ঘোষণার পর ঠিক যখন পুরস্কার নিতে মঞ্চে উঠবেন, সেসময় এটা কী করলেন অভিনেতা?
পুরস্কার নিতে যাবেন, ঠিক সেসময় তাঁর মুখে ছিল চুইংগাম। মঞ্চে ওঠার আগে অ্যাড্রিয়েন সেই চুইংগামটি ঠিক কী করবেন, বুঝতে পারছিলেন না। হঠাৎই ঘুরে দাঁড়িয়ে সেটি বান্ধবী জর্জিনা চ্যাপম্যানের দিকে ছুঁড়ে দেন। জর্জিনাও তৈরিই ছিলেন, ছুটে এসে ক্যাচ লোফার মতোই লুফে নেন প্রেমিকের মুখের সেই চুইংগাম। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই চুইংগামটি। নিচের ভিডিওটি দেখুন…
আরও ুড়ুন-‘কী হেরে ফিরে গেলে তো… সেদিন ওই কথাটায় খুব কষ্ট পেয়েছিলাম’, কতঘণ্টা রেওয়াজ করতেন দেয়াশিনী?