'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ রণবীর আলাহাবাদিয়া মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা হচ্ছে। সমালোচনায় বিদ্ধ ইউটিউবার রণবীর। দায়ের হয়েছে একাধিক FIR। এরই মাঝে কমেডিয়ান সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-ও পডকাস্টার রণবীর আলাহাবাদিয়ার মন্তব্য নিয়ে চলা সাম্প্রতিক বিতর্কে এবার মুখ খুললেন অভিনেতা ও টিভি ব্যক্তিত্ব রঘু রাম।
ইন্ডিয়াস গট ল্যাটেন্ট-এ রঘু রাম
এর আগে 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ হাজির হয়েছিলেন ‘রোডিজ’ খ্যাত রঘুরাম। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রঘুরাম লেখেন, তিনি ইন্ডিয়াস গট ল্যাটেন্টে নিজের উপস্থিতির জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন। তবে তিনি উল্লেখ করেছেন যে এধরনের রসিকতা শোতে ব্যবহার করা উচিত হয়নি, যা এতটা আঘাত করেছে।
রণবীর আলাহাবাদিয়ার নাম না উল্লেখ করেই তিনি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেন, 'IGL-এর অংশ হতে পেরে আমার কোনও আফসোস নেই। তবে আমি মনে করি শোতে এধরনের কৌতুক অন্তর্ভুক্ত উচিত হয়, যা মানুষকে এতটা আঘাত করতে পারে। একটি শোতে অর্থ প্রদানকারী শ্রোতাদের সংবেদনশীলতা বৃহত্তর ইউটিউব দর্শকদের থেকে আলাদা হতেই পারে। আমি হয়তো কিছু কৌতুক পর্বের বাইরে রেখেছি, কিন্তু আমি সময় কিংবা নির্মাতাদের বলার কেউ নই যে কী রসিকতা রাখতে হবে এবং কোনটি বিপ করতে হবে।
তিনি আরও বলেন, ‘শোয়ের বিষয়বস্তু নির্ধারণের বিষয়টা নির্মাতাদের উপর নির্ভর করে। আমি তো ওদের এবিষয়ে কোনও গাইড করতে পারি না। এটা তাঁদের কল (ওদেরকেই সিদ্ধান্ত নিতে হবে)। আমি শুধু বলব, এই দায়িত্বটি হালকাভাবে নেবেন না। অপমান করার স্বাধীনতা ছাড়া বাক স্বাধীনতা অর্থহীন। ইচ্ছা না থাকলেও অনেক সময় অপরাধ ঘটে যায়।’
তিনি যদি সত্যিই কাউকে আঘাত করে থাকেন, নিজের পোস্টে তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন রঘু। তিনি লেখেন, ‘তবে আমি অবশ্যই দুঃখিত, যদি আমি সত্যিই কাউকে আঘাত করে থাকি। কৌতুক অভিনেতারা সীমানা অতিক্রম করে, যখন তাঁরা বিনোদন দেয়, তখন তাঁরা সমাজকে ডেকে এনে সত্যি কথা বলার ক্ষমতার কথা বলে। তবে কোনও কৌতুক অভিনেতা ভাবাবেগে আঘাত করতে যান না। আর তা করলে তারই সবার আগে ক্ষমা চাওয়া উচিত। আমি আশা করি, সমাজ অন্যদের তুলনায় এই বিষয়টি নিয়ে যথাযথ দৃষ্টিভঙ্গি বজায় রাখবে, তবে এতেআরও ক্ষোভের প্রয়োজন রয়েছে।’