কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া একটি ছবি পোস্ট করে নিজের আসন্ন ছবির নাম এবং মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তবে তখনও প্রকাশ্যে আসেনি ছবির কলাকুশলীদের নাম। এবার জানা গেল সৃজিতের ছবিতে অভিনয় করবেন কারা?
গত ৩১ অগস্ট সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘পথের দাবী’-র ১০০ বছর উপলক্ষে নিজের আগামী ছবির নাম প্রকাশ্যে এনেছিলেন পরিচালক। শরৎচন্দ্রের ‘পথের দাবী’ উপন্যাসকে কেন্দ্র করেই তিনি তৈরি করতে চলেছেন তাঁর আসন্ন ছবি। ব্রিটিশ বিরোধী আন্দোলনকে সামনে রেখেই তৈরি করা হয়েছে সিনেমার পটভূমি।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
সৃজিতের আসন্ন ছবির নাম ‘এম্পরারার ভার্সেস শরৎচন্দ্র’। ছবি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১ মে। এই সব ঘোষণা আগেই করেছিলেন পরিচালক। এবার সিনেমার কলাকুশলীদের নাম প্রকাশ্যে আনলেন তিনি। শ্রীকান্ত মেহতা-মহেন্দ্র সোনি এবং রানা সরকারের প্রযোজনায় তৈরি এই ছবির কাস্টিং-এ রয়েছে একাধিক বড় চমক।
বুধবার আনন্দবাজার ডট কমকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানান, তাঁর সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টোটা রায় চৌধুরী, আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারকে। অর্থাৎ বহুদিন বাদে একসঙ্গে বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে আবির এবং সোহিনীকে।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
এখানেই শেষ নয়। রয়েছে আরও বড় চমক। এই ছবির হাত ধরেই বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা দিব্যানী মণ্ডল ওরফে ‘ফুলকি’। বহু বছর পর এই সিনেমার হাত ধরে সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছেন রুদ্রনীল ঘোষ।
ছবিতে অভিনয় করবেন কাঞ্চন মল্লিক এবং সত্যম ভট্টাচার্য। চমক আরও রয়েছে। জানা যাচ্ছে, এই ছবির হাত ধরেই আবার ক্যামেরার মুখোমুখি হতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। যদিও ব্যাপারটি এখনও ফেডারেশনের বিচারাধীন আছে বলে জানিয়েছেন প্রযোজক রানা সরকার।
তবে এই সিনেমায় শরৎচন্দ্রের ভূমিকায় কে অভিনয় করবেন, যাদের নাম প্রকাশ্যে আনা হয়েছে তাঁরাই বা কোন চরিত্রে অভিনয় করবেন সেটা এখনও প্রকাশ্যে আনেননি পরিচালক। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর মাস থেকেই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।