গত ২৫ এপ্রিল একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয় একটি টিজার, যেখানে গুরু নানকের চরিত্রে দেখা যায় আমির খানকে। টিজারটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই একদিকে যেমন অনেকে আমির খানের এই নতুন চরিত্র নিয়ে আপত্তি জানান তেমন অনেকে বলেন, গোটা ব্যাপারটাই কৃত্তিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি হয়েছে মনে করা হচ্ছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন আমির খানের মুখপাত্র।
গুরু নানক নামক এই টিজারটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভীষণভাবে বিতর্ক তৈরি হয়। এই গোটা ব্যাপারটি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি করা হয়েছে বলে দাবি জানান আমির খানের মুখপাত্র। একটি বিবৃতি জারি করে তিনি বলেন, আমির খানকে গুরু নানকের চরিত্রে দেখিয়ে যে টিজার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেটি পুরোপুরি ভুয়ো। এমন কোনও প্রজেক্টে যুক্ত নন আমির খান। গুরু নানকের প্রতি তিনি সর্বোচ্চ শ্রদ্ধা রাখেন এবং অসম্মানজনক কোনও কিছুর অংশ কখনওই হবে না তিনি। দয়া করে ভুয়ো খবরে কর্ণপাত করবেন না।
আরও পড়ুন: বউমার জন্য এমনটা করবে ছেলে! ছেলের কোন পদক্ষেপ মেনে নেননি মাধুরীর শ্বশুর-শাশুড়ি
আরও পড়ুন: 'সমালোচনা কষ্ট দেয়...', কেশরী চ্যাপ্টার ২ সাফল্যের মাঝেও কেন মন ভার অক্ষয়ের?
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি এই ভুয়ো টিজারে আমিরকে শিখ ধর্মগুরু গুরু নানকের চরিত্রে দেখা গিয়েছে। দেখা গিয়েছে করিনা কাপুর খানকেও। টিজারে মিউজিক কোম্পানি টি সিরিজের কথা উল্লেখ করা হলেও পরে ইউটিউব চ্যানেলটি দাবি করে, তাদের সঙ্গে টি সিরিজের কোনও লিংক নেই। তবে ইতিমধ্যেই টিজারটি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
বিতর্কিত এই টিজার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিজেপি পাঞ্জাব মুখপাত্র প্রিতপাল সিং বালিয়াওয়াল এসজিপিসিতে অভিযোগ দায়ের করেছেন এবং পঞ্জাব পুলিশ, সাইবার সেল এবং নিরাপত্তা সংস্থাগুলিকে অবিলম্বে অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার করার আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন: ‘আগামী ছুটি কাশ্মীরেই কাটাব...’! সন্ত্রাসী হামলায় ভয় না পাওয়ার আহ্বান সুনীলল শেট্টির
প্রসঙ্গত, আমিরকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অভিনয় করতে। এই সিনেমায় করিনা কাপুর খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি ব্যাপকভাবে ফ্লপ হয়েছিল বক্স অফিসে। আপাতত আমির তাঁর আগামী ছবি ‘সিতারে জামিন পার’ নিয়ে ব্যস্ত। এই ছবিতে জেনেলিয়া ডিসুজা এবং দর্শিল সাফারির সঙ্গে একদম অন্যরকম একটি ভূমিকায় দেখা যাবে আমিরকে।