সোমবার কোয়েল মল্লিকের জন্মদিন। উইকিপিডিয়া অনুসারে ৪৩-এ পা দিলেন অভিনেত্রী। তবে রবিবার থেকেই তাঁর বাড়িতে ছিল সাজো সাজো রব। মায়ের জন্মদিন নিয়ে বিশেষ উৎসাহ ছিল ছেলে কবীরের। সন্ধ্যায় প্রকাশ্যে এল উদযাপনের ছবি। ছেলেকে সঙ্গে নিয়েই কেক কেটে জন্মদিন পালন করলেন কোয়েল।
সোমবার সন্ধ্যায় নায়িকার একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে তাঁকে লাল রঙের একটি গাউনে দেখা গিয়েছে। খোলা চুল ও হালকা মেকআপে বেশ মিষ্টি দেখাচ্ছিল অভিনেত্রীকে। ছবিতে ছেলে কবীরের সঙ্গে কেক কাটতে দেখা গিয়েছে তাঁকে। কবীরের পরনে ছিল ক্যাপ্টেন আমেরিকা টি-শার্ট।
আরও পড়ুন: শুধু অভিনয় নয়, মিমিক্রিতেও সেরা কোয়েল! বার্থডে গার্ল কাকে দারুণ নকল করেন জানেন?
ছবিতে দেখা গিয়েছে কোয়েল নয় বরং খুদে কবীর মায়ের হয়ে মোমবাতিতে ফুঁ দিচ্ছে। তারই হাতেই ধরা কেক কাটার ছুড়ি। আর কবীরের সঙ্গে একরাশ হাসি নিয়ে দাঁড়িয়ে মা কোয়েল। উদযাপনের জন্য তাঁদের সামনে তিনটি কেক রাখা ছিল। একটা স্ট্রবেরি ও ভ্যানিলা ফ্লেভারের, একটি চকোলেট ও ম্যাঙ্গো এবং আর একটি ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল।
জানা গিয়েছে, মায়ের জন্মদিন নিয়ে সব থেকে বেশি উৎসাহ ছিল ছেলে কবীরের। তাই রবিবার থেকেই সে শুরু করে দিয়েছিল প্রস্তুতি। আগের দিন রাত থেকে নিজের হাতে বানিয়ে ছিল কার্ড। এদিন স্কুল যাওয়ার আগে নিজের হাতে বানানো সেই কার্ড উপহার দিয়ে তবে স্কুলে যায় ছোট্ট কবীর। অন্যদিকে, তার আবদার ছিল সন্ধ্যায় মায়ের জন্মদিন উদযাপন করবে সে। আসলে মায়ের এই বিশেষ দিন নিয়ে তার উৎসাহই ছিল সব থেকে বেশি। কিন্তু এদিনও মেয়ের দেখা মেলেনি।
আরও পড়ুন: সন্দীপ্তার সঙ্গে এবার ছোট পর্দায় হানি বাফনা! শেষ হচ্ছে ‘শুভ বিবাহ’? কোন মেগায় জুটি বাঁধছেন তাঁরা?
জানা গিয়েছে, এই বিশেষ দিনে বাবা-মা আসবেন কোয়েলের সঙ্গে দেখা করতে। সন্ধ্যায় কেক কাটার পর সকলের সঙ্গে রাতে জন্মদিনের বিশেষ ডিনার সারবেন বার্থডে গার্ল। তবে বাইরের কেউ থাকবেন না। পরিবারের সকলকে নিয়ে ঘরোয়া আয়োজনেই হবে অনুষ্ঠান।
প্রসঙ্গত, বর্তমানে দুই সন্তানের মা কোয়েল। ছেলের কবীরের পর সদ্যই মেয়ের জন্ম দিয়েছেন অভিনেত্রী। স্বামী সন্তান নিয়ে বর্তমানে নায়িকার ভরা সংসার। তবে কেবল সংসার সামলানো নয়, পাশাপাশি কাজও করছেন নায়িকা। যদিও সংখ্যায় একটু কম।
কাজের সূত্রে, 'নাটের গুরু' ছবির হাত ধরে টলিপাড়ায় পা-রাখেন কোয়েল। সেই সময় রীতিমতো হিট হয় ছবিটি। তারপর একে একে 'বন্ধন', 'শুভদৃষ্টি', ‘ঘাতক’, 'প্রেমের কাহিনী', 'মন মানে না', 'পাগলু'-এর মতো ছবি তিনি দর্শকদের উপহার দেন।
পাশাপাশি 'হেমলক সোসাইটি', ‘হাইওয়ে’, ‘ফ্লাইওভার’, 'লাভ', 'বর আসবে এখুনি'-এর মতো অন্য ধারার ছবিতেও সমান দাপটের সঙ্গে অভিনয় করেন নায়িকা। তাঁর ছোঁয়াতেই বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় জীবন্ত হয়ে ওঠে সুচিত্রা ভট্টাচার্যের 'মিতিন মাসি'। আজ তাঁর জন্মদিনের দিনই প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর আসন্ন ছবি 'সোনার কেল্লায় যকের ধন'-এর মোশন পোস্টার। এই ছবিতে কোয়েলের সঙ্গে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তীকে।