সোমবার অর্থাৎ আজ কোয়েল মল্লিকের জন্মদিন। উইকিপিডিয়া অনুসারে অভিনেত্রী ৪৩ বছরে পা দিলেন। রবিবার থেকেই অবশ্য তাঁর বাড়িতে সাজো সাজো রব। 'নাটের গুরু' ছবির হাত ধরে টলিপাড়ায় পা-রাখেন কোয়েল। সেই সময় রীতিমতো হিট হয় ছবিটি।
তারপর একে একে 'বন্ধন', 'শুভদৃষ্টি', ‘ঘাতক’, 'প্রেমের কাহিনী', 'মন মানে না', 'পাগলু'-এর মতো ছবি তিনি দর্শকদের উপহার দেন। পাশাপাশি 'হেমলক সোসাইটি', ‘হাইওয়ে’, ‘ফ্লাইওভার’, 'লাভ', 'বর আসবে এখুনি'-এর মতো অন্য ধারার ছবিতেও সমান দাপটের সঙ্গে অভিনয় করেন নায়িকা। তাঁর ছোঁয়াতেই বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় জীবন্ত হয়ে ওঠে সুচিত্রা ভট্টাচার্যের 'মিতিন মাসি'। কিন্তু কেবল অভিনয় নয়, মিমিক্রিতেও টলি-কুইন কোয়েলের জুড়ি মেলা ভার। তিনি যে ভাবে মুনমুন সেনের মিমিক্রি করেন তা রীতিমতো হেসে লুটোপুটি খেতে বাধ্য করবে।
আর পড়ুন: শাহরুখ বাড়ি ছাড়ায় কমেছে ব্যবসা! মন্নতের বাইরে দোকানদারদের কপালে চিন্তার ভাঁজ
একবার ‘কে হবে বাংলার কোটিপতি’-এর মঞ্চে কোয়েলকে সুচিত্রা-কন্যার মিমিক্রি করতে দেখা যায়। সেই সময় এই শোয়ের সঞ্চালক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সামনেই কোয়েল, মুনমুন সেনের মিমিক্রি করে দেখান। কোয়েলকে বলতে শোনা যায়, ‘একবার মুনমুন মাসি ফোন (ল্যান্ড ফোন, কারণ সেই সময় মোবাইল ফোনের চলছিল না) করেছিলেন বাড়িতে। আমি ফোন ধরি। তিনি ফোন ধরে বলেন, হ্যালো রঞ্জিতদা আছেন (মুনমুন সেনের মতো ভঙ্গি করে)। আমি বলি, মুনমুন মাসি কেমন আছো? তারপরই তিনি আমাকে প্রশ্ন করেন, ওহ সুইটহার্ট তুমি কেমন করে জানলে আমি মুনমুন? (মুনমুন সেনের মতো ভঙ্গি করে)' এই প্রশ্নের সঠিক জবাব অবশ্য দিতে পারেননি নায়িকা। তাঁর কথায়, ‘আসলে ওই ভাবে রঞ্জিতদা শুধু একজনই পৃথিবীতে বলতে পারেন সেটা হচ্ছেন মুনমুন মাসি।’
তবে কোয়েলের তাঁকে এই নকল করা নিয়ে মোটেই বিব্রত নন মুনমুন। এই প্রসঙ্গে কোয়েল বলেন, ‘তারপর থেকে মুনমুন মাসি জানেন, যে আমি ওঁকে কপি করি। আর আমার মনে হয় তিনি পছন্দও করেন।’ তাঁর এই কথায় সৌরভও সায় দেন।
আর পড়ুন: চোখ বুজে, বর নীলাঞ্জনের বুকে মাথা রেখে আদর মাখা পোস্ট ইমনের! কীভাবে হয় দু'জনের প্রেম?
তবে কেবল ‘কে হবে বাংলার কোটিপতি’-এর মঞ্চে নয়, জি বাংলার ‘অপু সংসার’-এর মঞ্চেও একবার বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে হাজির হয়েছিলেন কোয়েল। সেখানেও শ্বাশত চট্টোপাধ্যায়ের সামনে মুনমুন সেনের মিমিক্রি করে দেখান। আর এই গল্পটা ভাগ করে নেন।
প্রসঙ্গত, বর্তমানে দুই সন্তানের মা কোয়েল। ছেলের কবীরের পর সদ্যই মেয়ের জন্ম দিয়েছেন অভিনেত্রী। স্বামী সন্তান নিয়ে বর্তমানে নায়িকার ভরা সংসার। তবে কেবল সংসার সামলানো নয়, পাশাপাশি কাজও করছেন নায়িকা। যদিও সংখ্যায় একটু কম। জন্মদিনের দিনই প্রকাশ্যে এসেছে তাঁর আসন্ন ছবি 'সোনার কেল্লায় যকের ধন'-এর মোশন পোস্টার।