বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল স্টার জলসার মেগা 'শুভ বিবাহ' নাকি শীঘ্রই শেষ হতে চলেছে। তার মাঝেই খবর ফের নাকি ছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা সেন, আর তাঁর বিপরীতে দেখা যাবে হানি বাফনাকে। বর্তমানে হানিকে দর্শকরা দেখছেন ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে। তাই তাঁর ও সন্দীপ্তার জুটি বাঁধার খবর, 'শুভ বিবাহ' শেষের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। তাহলে কি সত্যি শেষ হতে চলেছে ‘শুভ বিবাহ’? মুখ খুললেন হানি।
বর্তমানে ‘শুভ বিবাহ’-এ অভিনেত্রী সোনামণি সাহার সঙ্গে জুটিতে দেখা যাচ্ছে হানিকে। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষোয় শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি শেষ হবে এই মেগা। আর তারপরেই নতুন ধারাবাহিকের কাজ শুরু করবেন হানি। এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে হানি জানান, ‘শুভ বিবাহ’ বন্ধ হওয়ার কোনও সম্ভাবনাই নেই এখন। নায়ক বলেন, ‘অনেক সময়ই এমন উড়ো খবর শোনা যায়। কিন্তু এটা আদতে একেবারেই সত্যি নয়। আমাদের ধারাবাহিকের গল্প এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে শেষ হওয়া সম্ভবই নয়। তাই নতুন কিছু শুরু করার কোনও প্রশ্নই আসে না।’
অন্যদিকে, সন্দীপ্তাও এই দাবি নস্যাৎ করে আনন্দবাজার ডট কমকে বলেন, ‘সম্পূর্ণ ভুল খবর। আমি এই মুহূর্তে ধারাবাহিকে অভিনয় করছি না। মূলত ওয়েব সিরিজ আর বড় পর্দার কাজেই মন দিচ্ছি। ইদানীং তো সমাজমাধ্যমের পাতায় অনেক অনুরাগী ভুয়ো পোস্টারও তৈরি করে ফেলছেন।’
আরও পড়ুন: শুধু অভিনয় নয়, মিমিক্রিতেও সেরা কোয়েল! বার্থডে গার্ল কাকে দারুণ নকল করেন জানেন?
প্রসঙ্গত, ছোট পর্দায় 'দুর্গা' ধারাবাহিকের হাত ধরে বিনোদন জগতে পা রাখেন সন্দীপ্তা সেন। তারপর 'টাপুর টুপুর', ‘তুমি আসবে বলে’-সহ একাধিক মেগার মাধ্যমে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নেন সন্দীপ্তা। তবে বর্তমানে বেশ অনেকটা সময় নায়িকাকে আর ছোট পর্দায় দেখা যায়নি। অঞ্জন দত্তের মত প্রথম সারির সব পরিচালক-অভিনেতাদের সঙ্গে একের পর এক ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। সম্প্রতি তাঁকে সৃজিত মুখোপাধ্যায়ের 'কিলবিল সোসাইটি'তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছেন দর্শকরা। তাছাড়াও নায়িকার সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এসভিএফ ও হইচই আয়োজিত গল্পের পার্বণে তাঁর সেই নতুন সিরিজের প্রথম পোস্টারও প্রকাশ্যে আনা হয়েছিল। অন্যদিকে, ‘বকুল কথা’, 'কাদম্বিনী'-সহ একাধিক মেগায় লিড চরিত্রে নজর কেড়েছেন হানি। বর্তমানে 'শুভ বিবাহ'তে তাঁর ও সোনামণির জুটি রীতিমতো হিট।