আইপিএল ২০২৫-এর পরবর্তী ম্যাচগুলোতে বেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং অর্ডার বদলের পরামর্শ দিলেন অনিল কুম্বলে। আসলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এ বারের আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না বেঙ্কটেশ আইয়ার। নিলামে তাঁকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখনও পর্যন্ত মাঠে সেই বিনিয়োগের যোগ্য প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন তিনি। এখনও পর্যন্ত ৯টি ম্যাচে বেঙ্কটেশের সংগ্রহ মাত্র ১৩৫ রান। গড় ২২.৫০ এবং স্ট্রাইক রেট ১৩৯.১৭।
এই পরিস্থিতিতে বেঙ্কটেশের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে। তাঁর মতে, ওপেন করানোর সুযোগ ছিল কলকাতার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে শনিবারের ম্যাচে বেঙ্কটেশকে সুনীল নারাইনের সঙ্গে ইনিংস শুরু করতে পাঠানো যেত বলে মনে করেন তিনি। রহমানউল্লাহ গুরবাজ়ের পরিবর্তে বেঙ্কটেশকে ওপেন করানো যেত এবং রমনদীপ সিংহের পরিবর্তে লভনিত সিসোদিয়াকে দলে রাখা যেত বলেও মত কুম্বলের। তিনি বলেন, ‘লভনিত খারাপ উইকেটরক্ষক নয়। সেই সঙ্গে চেতন সাকারিয়ার জায়গায় এনরিখ নরকিয়াকে খেলানো উচিত ছিল।’
আরও পড়ুন … ভিডিয়ো: অক্ষর প্যাটেলের বড় ভুল! দেখুন বিরাট কোহলিকে আউট করার বড় সুযোগ পেয়েও কীভাবে হাতছাড়া করেছিল DC
বেঙ্কটেশের ব্যর্থতার কারণও ব্যাখ্যা করেছেন কুম্বলে। তাঁর মতে, ‘বেঙ্কটেশের ব্যাটিংয়ের জন্য বলের গতি প্রয়োজন। পাওয়ার প্লে-তে ছয় ওভারের মধ্যে সেই সুযোগ পাওয়া যায়। তখন নিজের স্বাভাবিক বড় শটের খেলাটা খেলতে পারে ও। আগেও দুবাইয়ে ওকে এই ভূমিকায় দুর্দান্ত খেলতে দেখা গিয়েছে।’
আরও পড়ুন … বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লির হারের জন্য দায়ী কে? কী বললেন DC মেন্টর পিটারসেন?
প্রসঙ্গত, এই মরশুমে মিডল অর্ডারে খেলানো হচ্ছে বেঙ্কটেশকে, যেখানে তিনি মাত্র দু’বার ৪০ রানের বেশি করতে পেরেছেন। ২০২১ সালের আইপিএলে ১১ ইনিংসে ৩৭০ রান করে নজর কেড়েছিলেন বেঙ্কটেশ। তবে এবারের পারফরম্যান্স সেই সময়ের ধারেকাছেও পৌঁছতে পারেনি।
এদিকে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে ওঠা নিয়ে প্রশ্ন উঠছে। বলা হচ্ছে এবারের আইপিএল প্লে-অফে কেকেআর-এর ওঠার সম্ভবনা ৬% শতাংশ রয়েছে। অর্থাৎ প্লে-অফের ওঠার সম্ভাবনা খুবই কম। তাও হাল ছাড়তে নারাজ কেকেআর। নিজেদের বাকি পাঁচ ম্যাচের পাঁচটি জিততে চায় তারা। তবে এই সময়ে দলকে পূর্ণ সমর্থন দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান। দল যে ঘুরে দাঁড়াবে তাঁরও বার্তা ক্রিকেটারদের দিয়েছেন কিং খান।
এখন দেখার কলকাতা নাইট রাইডার্স আদৌ লিগ টেবিলের ছবি বদলাতে পারে কিনা। শেষ পাঁচ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কৌশলে বদল আনে কিনা সেটাই এখন দেখার।