‘গরম মশলা’, ‘ও মাই গড’, ‘হেরা ফেরি’, ‘ওয়েলকাম’, ‘মোহরা’, বলিউডে বহু সিনেমায় একসঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল। পর্দায় এই জুটির জনপ্রিয়তা কতটা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এতদিন একসঙ্গে কাজ করার পরেও অক্ষয়কে ‘বন্ধু’ বলতে নারাজ পরেশ রাওয়াল। কিন্তু কেন?
সম্প্রতি লালানটপকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরেশ রাওয়াল অক্ষয় কুমারকে বন্ধু বলতে অস্বীকার করেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু হয় না বলেই দাবি করেন অভিনেতা। তবে অক্ষয়ের প্রতি তাঁর ভালোবাসার কথাও ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: বউমার জন্য এমনটা করবে ছেলে! ছেলের কোন পদক্ষেপ মেনে নেননি মাধুরীর শ্বশুর-শাশুড়ি
আরও পড়ুন: 'সমালোচনা কষ্ট দেয়...', কেশরী চ্যাপ্টার ২ সাফল্যের মাঝেও কেন মন ভার অক্ষয়ের?
সাক্ষাৎকার দিতে গিয়ে পরেশকে যখন জিজ্ঞাসা করা হয় অক্ষয় তাঁর বন্ধু কি না? তখন উত্তরে পরেশ বলেন, ‘হ্যাঁ।’ কিন্তু তারপরেই তিনি বলেন, ‘স্কুলে যাদের সঙ্গে আপনি বড় হন, তারা হয় জিগার কা টুকরা। থিয়েটারে একসঙ্গে কাজ করতে করতে বন্ধুত্ব হয় কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সকলেই হন সহকর্মী।’
পরেশ বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে আমি আমার বন্ধু যদি কাউকে বলতে পারি তিনি হলেন ওম পুরি, নাসির ভাই (নাসির উদ্দিন শাহ), জনি লিভার। ওঁরা আমার বন্ধু।’ তবে অক্ষয়কে কলিগ বললেও পরেশ যে অক্ষয়কে ভীষণ ভালোবাসেন তা বারবার প্রমাণ হয়েছে বিভিন্ন সাক্ষাৎকারে।
কিছু মাস আগেই সিদ্ধার্থ কাননকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেছিলেন, ‘আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং রয়েছে। আমরা একে অপরকে সম্মান করি। অক্ষয় একজন পরিশ্রমী ছেলে। একজন প্রকৃত ফ্যামিলি ম্যান। আমাদের মধ্যে কোনও ইনসিকিউরিটি নেই।’
আরও পড়ুন: ‘আগামী ছুটি কাশ্মীরেই কাটাব...’! সন্ত্রাসী হামলায় ভয় না পাওয়ার আহ্বান সুনীলল শেট্টির
পরেশ অক্ষয় প্রশংসা করে আরও বলেছিলেন, ‘আমার সত্যিই জানা নেই মানুষের কেন অসুবিধা হয় অক্ষয় এত সিনেমা করে বলে। একজন প্রযোজক হিসেবে আমি যদি মনে করি একজন নায়ক দুর্দান্ত অভিনয় করেন তাহলে অবশ্যই আমি সেই সিনেমায় অর্থ বিনিয়োগ করতে রাজি। ও কোনও খারাপ কাজ করে না, ও নিজের সাধ্যমতো কাজ করে যায়। সব থেকে বড় কথা একটি সিনেমা তৈরি হলে হাজার হাজার মানুষ কাজ পায়, তাতে তো কারও অসুবিধা থাকার কথা নয়।’
প্রসঙ্গত, আগামী দিনে অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালকে দেখা যাবে ‘ভূত বাংলা’, ‘হেরা ফেরি ৩’ সিনেমা।