বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Video: 'গ্রামে গ্রামে ইন্টারনেট পৌঁছানোর...' হিমেশের ঝলক দিখলা যা গানে উত্তাল নাচ যুবতীর, হেসে খুন নেটপাড়া
পরবর্তী খবর
Viral Video: 'গ্রামে গ্রামে ইন্টারনেট পৌঁছানোর...' হিমেশের ঝলক দিখলা যা গানে উত্তাল নাচ যুবতীর, হেসে খুন নেটপাড়া
1 মিনিটে পড়ুন Updated: 18 Feb 2024, 03:43 PM ISTSubhasmita Kanji
Viral Video: হিমেশ রেশামিয়ার গাওয়া ঝলক দিখলা যা গানে নেচে ভাইরাল যুবতী। তাঁর সেই ভিডিয়ো দেখে হেসে খুন নেটপাড়া কী বলছে সবাই?
হিমেশের ঝলক দিখলা যা গানে উত্তাল নাচ যুবতীর
সোশ্যাল মিডিয়ায় হামেশাই কত কিছুই না ভাইরাল হয়। এদিন তেমনই এক যুবতীর নাচের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেটা দেখে হেসে খুন সোশ্যাল মিডিয়ার সবাই। করছেন মজার মজার মন্তব্যও।
এদিন যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে এক যুবতীকে শাড়ি পরে একটি ঘরের মধ্যে হিমেশ রেশামিয়ার গাওয়া হিট গান ঝলক দিখলা যায় নাচতে দেখা যাচ্ছে। তিনি নাচের বদলে অধিকাংশ জায়গা জুড়ে লাফিয়ে গিয়েছে। সেটা দেখেই মজা পেয়েছেন নেটিজেনরা।
জানুয়ারি মাসের একদম শেষে এক ব্যক্তি এই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আরও গ্রামে গ্রামে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দাও। জিওর টাওয়ার লাগাও আরও, ফল তো এমন হবেই।' এই ভিডিয়োটির ভিউজ ইতিমধ্যেই ৯ লাখ ছাড়িয়ে গিয়েছে। শেয়ার হয়েছে কয়েক হাজার বার। বহু মানুষ এটিতে মন্তব্য করেছেন।
এক ব্যক্তি এই পোস্টে লেখেন 'উচ্চ তাপমাত্রায় গ্যাসীয় কণা এমন করে থাকে।' আরেকজন লেখেন, 'হাসব না কাঁদব বুঝে উঠতে পারছি না। সাপোর্ট করব না রিপোর্ট করব বোঝার চেষ্টা করছি।' কেউ আবার লেখেন, 'আমি যখন আমার ভালোবাসার মানুষকে দেখি তখন আমার মনে প্রজাপতিগুলো এভাবেই লাফালাফি করে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এটা তো অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্যই বলে অ্যারেঞ্জ ম্যারেজ করো না, সেই মেয়েটি যদি এমন হয় তখন?'