দেবীপক্ষের সূচনা ঘটে গিয়েছে। কিন্তু মহিলাদের উপর ঘটে চলা একের পর এক অত্যাচারের কথা প্রকাশ্যে আসছে। কখনও জয়নগর, কখনও যাত্রাগাছি, কখনও আবার পটাশপুর। আরজি কর কাণ্ডের পর যে কিছুই বদলায়নি সেটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। আর এমন অবস্থায় মাত্র ৯ বছরের এক বালিকাকে নির্মম ভাবে ধর্ষণ করে হত্যা করার ঘটনার পর সেই ভয়ানক চিত্রই এদিন এক ডিজিটাল পেন্টার তাঁর আঁকার মাধ্যমে তুলে ধরলেন। আর নিমেষেই সেই ছবি ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: 'ওর কাছে বায়না করেছি...' দেবীপক্ষ শুরু হতেই পুজোর আমেজে নুসরত, যশের কাছে আবদার করে কী চাইলেন?
কী ঘটেছে?
এদিন কোলুদা নামক এক ডিজিটাল পেন্টার একটি ছবি আঁকেন। যেখানে নীল ব্যাকগ্রাউন্ডে বহুতলের গায়ে লাগানো আলোর মালা, হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর কালী মন্দির, ভিক্টোরিয়া দেখা যাচ্ছে। আর সামনে একটি ট্রাকে মা দুর্গা আসছেন। আর শববাহী গাড়িতে করে যেন সেই জয়নগরের ৯ বছরের মেয়েটি চলে যাচ্ছে। দেবী সেই দিকেই তাকিয়ে আছেন। ছবিটির নাম দেওয়া হয়েছে যাওয়া আসা।
এই ছবি তিনি পোস্ট করতেই নিমেষেই সেটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। ছবি ভাইরাল হতেই শিল্পী লেখেন, 'আসা - যাওয়া- নামকরণে আমি গতকাল একটা আমার আঁকা ছবি পোস্ট করেছিলাম। দেবীর আগমনী আর এক হতভাগীর বিসর্জনের ছবি। অনেকে এই ছবির সাথে কিছু লেখা, কাল্পনিক কথপকথন, আনুষঙ্গিক প্রেক্ষিতে গল্প লিখছেন। ভালো লাগছে না। নিজের আঁকা ছবি নিজেরই দেখতে অস্বস্তি হচ্ছে! এই দেবীপক্ষে আমার এই ছবি দেখে যাদের মন ভারাক্রান্ত, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।' এক ব্যক্তি লেখেন, 'এই যন্ত্রণাগুলো আর নেওয়া যাচ্ছে না। এত বিষাদে ভরা পুজো কখনও হয়নি।' আরেকজন লেখেন 'উৎ শব , উৎসবের মাঝে এই শবের পাহাড় এই উৎসব আমার নয়, বাংলা নিজের মেয়ের হত্যার বিচার চায়।' তৃতীয় জন লেখেন, 'আচ্ছা মা কি কিছুই দেখতে পাচ্ছে না এই সব।' চতুর্থ ব্যক্তির কথায়, 'চোখে কেবল জল আসছে। কোন অনন্ত গভীরে হারিয়ে গেল মেয়েটা।'
আরও পড়ুন: 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, 'ভুল জায়গায় জেগে উঠেছ...'