তিনি অরিজিৎ সিং, তাঁর সুরের জাদুতে সম্মোহিত হয় আসমুদ্র-হিমাচল। অরিজিতের কনসার্ট মানেই, তাঁদের সামনে থেকে দেখার জন্য, তাঁর গান সামনে থেকে শোনার আগ্রহে টিকিট পেতে লোকজনের মারপিট লেগে যায়। সম্প্রতি এমনই এক কনসার্টে মানুষের মন জয় করছিলেন বাংলার অরিজিৎ। তাঁকে ঘিরে তখন মানুষের উন্মাদনা তুঙ্গে। তারই মাঝে দেখা মিলল বিশেষ কারোর। গায়কের কনসার্ট দেখতে বহু দূর থেকে হাজির হয়েছিল সে। যাকে দেখা মাত্রই হাত জোর করে দাঁড়িয়ে যান অরিজিৎ।
কিন্তু কে সে?
সেও এক অরিজিৎ অনুরাগী। তার বয়স মাত্র ৩ মাস। বাবা-মায়ের সঙ্গে সেও এসেছিল অরিজিৎ-এর কনসার্ট শুনতে। গান গাইতে গাইতে অরিজিৎ মঞ্চের সামনে আসতেই গায়কের সামনে সেই ৩ মাসের শিশুকে তুলে ধরেন তাঁর বাবা। অরিজিৎ-এর তা নজর এড়ায়নি। তাতে দেখামাত্রই হাত জোর করে দাঁড়িয়ে যান গায়ক। পরে ফের গিটারে হাত রেখে আবারও গাইতে শুরু করলেন অরিজিৎ। সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, ওই শিশুর নাম পদ্মনাভ। তাঁর বাবাই অরিজিৎ-এর কনসার্টের ভিডিয়োটি পোস্ট করেছেন।
আরও পড়ুন-উলুধ্বনি হল, ছেলেকে সামনে রেখেই মালাবদল, শুভদৃষ্টি হল রাতুল-রূপাঞ্জনার