লোকসভা ভোটের মুখে ফের তৃণমূলে ভাঙন ধরল বারাকপুরে। তৃণমূল ছেড়ে আবার বিজেপির হাত ধরলেন ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী প্রিয়াঙ্গু পাণ্ডে। এদিন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। এর পর প্রিয়াঙ্গু বলেন, তৃণমূল রাষ্ট্রবাদী, হিন্দুত্ববাদী মতাদর্শ মানে না। জনগণের পাশে থাকলে তৃণমূলে তার কোনও দাম নেই। তাই বিজেপিতে যোগদান করলাম।
বিজেপিতে কাউন্সিলরের স্বামী
শুক্রবার রাতে বিজেপির বারাকপুর সাংগঠিক জেলার দফতরে দলবদল করেন প্রিয়াঙ্গু। তাঁর সঙ্গে বিজেপিতে যোগদান করেন প্রায় ১০০ কর্মী সমর্থক। এর পর তিনি বলেন, ‘গত কয়েকমাস রাজনীতির বাইরে ছিলাম। বিশেষ করে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর তৃণমূলের সঙ্গ ত্যাগ করি। তৃণমূল, জাতীয়তাবাদী, হিন্দুত্ববাদী মতাদর্শ মানে না। সাধারণ মানুষের জন্য কাজ করলে তৃণমূল কংগ্রেস সব সময় আপনাকে বিব্রত করবে। আমি বেসরকারি সংস্থার মাধ্যমে আমি গরিব মানুষের সেবা করার চেষ্টা করেছি। তৃণমূলের তরফে আমাকে এসব করতে বারণ করে ধমক দেওয়া হয়েছে। তৃণমূল নেতারা চায়, তৃণমূল কর্মীরা শুধু তোলাবাজি করুক। তোলাবাজি করে তাদের নেতার হাতে পয়সা পৌঁছে দিক।’
তিনি আরও বলেন, ‘দোলের দিন সাংসদ অর্জুন সিং আমার বাড়ি গিয়ে আমাকে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেন। আমি সেদিনই ওনাকে কথা দিয়েছিলাম যে ভোটের আগেই আমি বিজেপিতে যোগদান করব।’