তিন রাজ্যের ভোটের ফলাফল প্রকাশিত হল আজ - নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরা। এই তিন রাজ্যের মধ্যে দু'টিতে জয়ী বিজেপি জোট। মেঘালয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। তবে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপির প্রাক্তন জোটসঙ্গী এনপিপি।
BJP+ ফিরছে ত্রিপুরা-নাগাল্যান্ডে
তিন রাজ্যের ভোটের ফলাফল প্রকাশিত হল আজ - নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরা। এই তিন রাজ্যের মধ্যে দু'টিতে জয়ী বিজেপি জোট। মেঘালয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। তবে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপির প্রাক্তন জোটসঙ্গী এনপিপি।
02 Mar 2023, 07:41 PM IST
ত্রিপুরার জয়ীদের তালিকা এবং জয়ের ব্যবধান দেখুন এখানে
একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরায় ক্ষমতায় এল বিজেপি। যে রাজ্যে মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৬০। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৩১। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি ৩২ টি আসনে জিতেছে। বাম-কংগ্রেস জোটের ঝুলিতে ১৪ টি আসন গিয়েছে। ইন্ডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা একটি আসনে জিতেছে। তিপ্রা মোথা পার্টির প্রার্থীরা শেষ হাসি হেসেছেন ১৩ আসনে। ত্রিপুরার জয়ীদের তালিকা এবং জয়ের ব্যবধান দেখুন এখানে
02 Mar 2023, 07:29 PM IST
মেঘালয়ে ফের বিজেপি-র সঙ্গেই জোট করবে এনপিপি?
মেঘালয়ে মাত্র ২টি আসন জেতে বিজেপি। সেখানে তৃণমূল জেতে পাঁচটি আসনে। সেই অর্থে তৃণমূলের কাছে 'হারতে' হয়েছে বিজেপিকে। এদিকে মেঘালয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনও দল। একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে এনপিপি। এনপিপি ২৫টি আসন জিতেছে। এই রাজ্যে বিজেপি পায় মাত্র ৯.৩ শতাংশ ভোট। কংগ্রেস ও তৃণমূল পায় ১৩ শতাংশের বেশি ভোট। এনপিপি পায় ৩১.৪ শতাংশ ভোট। ইউডিপি পায় ৬ শতাংশের বেশি ভোট। এই আবহে পুরনো জোট ফর্মুলাতেই হয়ত সরকার গঠন করা হবে এই রাজ্যে। কারণ ভোটের ফল প্রকাশের আগেই গুয়াহাটিতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করে এসেছিলেন এনপিপি সুপ্রিমো তথা বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
02 Mar 2023, 07:29 PM IST
এই প্রথম নাগাল্যান্ড পেল মহিলা বিধায়ক
নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন ২০২৩ এ লেখা হল নতুন এক ইতিহাস। প্রথমবারের জন্য উত্তরপূর্বের এই রাজ্যে নির্বাচিত হলেন দুই মহিলা বিধায়ক। ইতিহাসে নাম উঠে এল সালহউতুয়োনুয়ো ক্রুসে ও হেকানি ঝাকালুর। সালহউতুয়োনুয়ো ক্রুসে স্থানীয় এক হোটেল ব্যবসায়ী। নাগাল্যান্ডের ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সদস্য তিনি। এদিকে নাগাল্যান্ডের শিক্ষাবিদ হিসাবে পরিচিত হেকানি জাখালু। তিনিও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সদস্য।
02 Mar 2023, 06:03 PM IST
মেঘালয়ে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন মোদী
এদিকে মেঘালয় নিয়ে মোদী টুইটে লেখেন, ‘বিধানসভা নির্বাচনে যারা বিজেপিকে সমর্থন জানিয়েছেন, তাঁদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমরা মেঘালয়ের উন্নয়নের গতিপথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাব এবং রাজ্যের জনগণের ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করব। আমি আমাদের দলের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা দলের জন্য অনেক খেটেছেন।’
02 Mar 2023, 06:00 PM IST
'নাগাল্যান্ডে ডাবল ইঞ্জিন সরকার কাজ এগিয়ে নিয়ে যাবে'
নাগাল্যান্ডের ভোট নিয়ে মোদী টুইট বার্তায় লেখেন, ‘এনডিপিপি এবং বিজেপি জোটকে রাজ্যের সেবা করার জন্য আরেকটি জনাদেশ দিয়ে আশীর্বাদ করার জন্য আমি নাগাল্যান্ডের জনগণকে ধন্যবাদ জানাই। ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের উন্নতির জন্য কাজ করে যাবে। আমি আমাদের দলীয় কর্মীদের তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। তাঁরাযা এই ফলাফল নিশ্চিত করেছেন।’
02 Mar 2023, 05:57 PM IST
‘অগ্রগতি ও স্থিতিশীলতার পক্ষে ভোট’, ত্রিপুরা নিয়ে প্রতিক্রিয়া মোদীর
টুইট বর্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘ধন্যবাদ ত্রিপুরা! এটি অগ্রগতি ও স্থিতিশীলতার পক্ষে ভোট। রাজ্যের প্রবৃদ্ধির গতিপথকে বাড়িয়ে নিয়ে যাবে ত্রিপুরা বিজেপি। তৃণমূল স্তরে তাদের দুর্দান্ত প্রচেষ্টার জন্য আমি ত্রিপুরার সমস্ত বিজেপি কার্যকারদের জন্য গর্বিত।’
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুক পোস্টে লেখেন, ‘মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে নোটার কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হল সর্বভারতীয় তোলামূল পার্টি।’
ত্রিপুরা বিজেপির সহ সভাপতি রথীন্দ্র বোস টুইট করে লেখেন, ‘ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাওয়ার জন্য তৃণমূলকে নৈতিক জয়ের শুভেচ্ছা। মনে হচ্ছে প্রার্থীরা নিজেরাও তৃণমূলকে ভোট দেয়নি। সমবেদনা জানাতে একটি ফুটবল ও হুইল চেয়ার দিতে হবে।’
02 Mar 2023, 05:37 PM IST
ত্রিপুরায় কোন দলের ঝুলিতে গেল কটা আসন?
ত্রিপুরায় বিজেপি ৩২টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এদিকে তাদের জোটসঙ্গী আইপিএফটি জিতেছে মাত্র একটি আসনে। এদিকে কংগ্রেসের সঙ্গে জোট করা সিপিএম এবার জিতেছে ১১টি আসনে। কংগ্রেস পেয়েছে তিনটি আসন। তিপ্রা মোথা জিতেছে ১৩টি আসনে।
02 Mar 2023, 05:23 PM IST
নাগাল্যান্ডে জয়ী বিজেপি-এনডিপিপি জোট
নাগাল্যান্ডে বিজেপির জোট সঙ্গী এনডিপিপি ২৩টি আসনে জিতেছে। বিজেপি জিতেছে ১২টি আসনে। এদিকে এনসিপি এই রাজ্যে জিতল ৫টি আসন। এনপিপি পেয়েছে ৫টি আসন। লোক জনশক্তি পার্টি (রামবিলাস) জিতেছে দুটি আসনে। রামদাস আঠাওয়ালের আরপিআই জিতেছে দুটি আসনে।
02 Mar 2023, 05:10 PM IST
মেঘালয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনও দল
মেঘালয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনও দল। একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে এনপিপি। এনপিপি ১৭টি আসন জিতেছে। আটটিতে এগিয়ে কনরাড সাংমার দল।
02 Mar 2023, 05:09 PM IST
মেঘালয়ে বিজেপিকে ‘হারাল’ তৃণমূল
মেঘালয়ে তিনটি আসনে জয় তৃণমূলের, দুটি আসনে এখনও এগিয়ে তৃণমূল। এদিকে বিজেপি মেঘালয়ে মাত্র দুটি আসনে জিতেছে। এগিয়ে রয়েছে একটি আসনে।
02 Mar 2023, 03:39 PM IST
মেঘালয়ের মানুষকে ধন্যবাদ জানালেন মমতা
২০২৪ সালে একা লড়বেন বলে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মেঘালয়ের মানুষকে তিনি ধন্যবাদ জানান। মমতা বলেন, ‘তারা তো ভোট ক্য়াপচারও করতে পারে। এটা তাদের স্বভাব। আমরা ইলেকট্রনিক মেশিন নিয়েও নিশ্চিত নই। আমি মেঘালয়ের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। ৬ মাস আগে শুরু করেছিলাম। আমরা ১৫ শতাংশ (শেষ পর্যন্ত ১৩ শতাংশের কিছু বেশি) ভোট পেয়েছি। এটা আমাদের জাতীয়পার্টির মর্যাদা পেতে সহায়তা করবে। আমরাই প্রধান বিরোধী দল হিসাবে থাকব। এদিকে কংগ্রেস বলে বেড়িয়েছে আমিও নাকি কংগ্রেসে। কারণ আগে আমি কংগ্রেসে ছিলাম।’
বরদোয়ালি টাউন বিধানসভা কেন্দ্র থেকে জিতে গেলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই আসনে দ্বিতীয় স্থানে আছেন কংগ্রেস প্রার্থী আশিসকুমার সাহা। একসময় মানিক সাহাকে পিছনে ফেলে দিয়েছিলেন আশিস। তবে শেষ পর্যন্ত কোনওক্রমে জেতেন মানিক।
মেঘালয়ে তৃণমূল আপাতত এগিয়ে ৬টি আসনে। সকালের দিকে একসময় ১৯টি আসনে এগিয়ে গিয়েছিল তৃণমূল। একক বৃহত্তম দল হিসেবে উঠে আসছিল তারা। তবে এখন তারা এনপিপি-র থেকে বহুহস্ত দূরে চলে গিয়েছে।
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় যাচ্ছেন সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ওখানে হোটেল বুক করা আছে। টিকিট আগে থেকে কেনা আছে। যেতেই হবে। কিন্তু তাঁরা সারা ভারতবর্ষে চেষ্টা করছে। কিন্তু এখনও পর্যন্ত সাফল্য আসেনি। এমনকি যারা তাঁদের সঙ্গে মেঘালয়ে যোগ দিয়েছিলেন, তাঁরাও অনেকে সঙ্গ ছেড়ে চলে গিয়েছেন।’
02 Mar 2023, 10:25 AM IST
মেঘালয়-ত্রিপুরা নিয়ে কী বললেন দিলীপ ঘোষ
বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘সারা ভারতবর্ষে যেমন হচ্ছে বিজেপি এগিয়ে আছে সব দিক দিয়ে। সেই জন্য বাকিদের আর উৎসব করার সুযোগ থাকবে না। কেউ কেউ খাতা খোলার চেষ্টা করছেন। কিন্তু পরিস্থিতি যা, মনে হচ্ছে তা সম্ভব নয়। যদি খাতা খুলতে পারেন তাহলে জিত মনে করবেন তাঁরা… আর কি।’
02 Mar 2023, 10:21 AM IST
ত্রিপুরায় বিজেপিকে কড়া টক্কর দিতে শুরু করল বাম-কংগ্রেস জোট
ত্রিপুরায় বিজেপিকে কড়া টক্কর দিতে শুরু করল বাম-কংগ্রেস জোট। আপাতত সেই রাজ্যে বিজেপি এগিয়ে ২৫টি আসনে। বাম-কংগ্রেস জোট এগিয়ে ২১টি আসনে।
নাগাল্যান্ডে এনডিপিপি এবং বিজেপির জোট ৪৫টি আসনে এগিয়ে থেকে সরকার গঠনের দিকে এগোচ্ছে। তবে এই রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির ফলাফল নির্ধারণ হয় খুব কম ব্যবধানে। এই আবহে শেষ পর্যন্ত লড়াই জারি থাকবে।
নাগাল্যান্ডের প্রাথমিক ভোট গণনায় খানিকটা এগিয়ে গিয়েছে বিজেপি ও এনডিপিপির জোট। বুথ ফের সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছিল। বিজেপি ও এনডিপিপি জোট ১২টি আসনে এগিয়ে নাগাল্যান্ডে।
02 Mar 2023, 08:19 AM IST
মেঘালয়ে এগিয়ে গিয়েছেএনপিপি
বুথ ফেরত সমীক্ষাকে সত্যি প্রমাণ করে প্রাথমিক ট্রেন্ডে মেঘালয়ে এগিয়ে গিয়েছে এনপিপি। সঙ্গে বিজেপিও কয়েকটি আসনে এগিয়ে গিয়েছে।
02 Mar 2023, 08:17 AM IST
ত্রিপুরায় এগিয়ে বিজেপি
পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু হতেই ত্রিপুরায় অনেকটা এগিয়ে গেল বিজেপি। প্রাথমিক ট্রেন্ডে ২৬টি আসনে বিজেপি এগিয়ে গিয়েছে।
02 Mar 2023, 08:10 AM IST
ত্রিপুরা সুন্দরী মাতা মন্দিরে মানিক সাহা
ত্রিপুরা সুন্দরী মাতা মন্দিরে মুখ্যমন্ত্রী মানিক সাহা। টুইট করে তিনি লেখেন, ‘ভোটের ফলাফল প্রকাশের আগে মায়ের আশীর্বাদ নিলাম।’
02 Mar 2023, 07:36 AM IST
ত্রিপুরার বুথ ফেরত সমীক্ষা
এদিকে এবাবের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ত্রিপুরায় তিপ্রা মোথা ভোটে লড়ায় তার সুবিধা পেতে পারে বিজেপি। ভাগ হয়ে গিয়েছে বিরোধী ভোট। বিশেষত জনজাতি এলাকায় দাপট দেখাতে চলেছে তিপ্রা মোথা। আবার তৃণমূল লড়াই করলেও বাঙালি অধ্যুষিত এলাকায় বিজেপি একচ্ছত্র দাপট বজায় রেখেছে বলে বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। বুথফেরত সমীক্ষা অনুযায়ী, শুধুমাত্র সংখ্যালঘু এলাকায় বাম-কংগ্রেস জোটের দাপট দেখা গিয়েছে।
02 Mar 2023, 07:36 AM IST
মেঘালয়ে কেমন করবে তৃণমূল?
বুথফেরত সমীক্ষা মতো তৃণমূল যদি ১০ টি আসন পায়, তাহলে ঘাসফুল শিবির কিংমেকারও হতে পারবে না এ রাজ্যে। অবশ্য মেঘালয়ে যা আসন পাবে, সেটাই সান্ত্বনা পুরস্কার হবে তৃণমূলের কাছে। কারণ গতবারের বিধানসভা নির্বাচনে ১০০ শতাংশ আসনেই জামানত জব্দ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের।
02 Mar 2023, 07:36 AM IST
মেঘালয়ের বুথ ফেরত সমীক্ষা
বুথফেরত সমীক্ষা থেকে যা ইঙ্গিত, তাতে ত্রিশঙ্কু হতে চলেছে মেঘালয়। জি ম্যাট্রিজ বুথফেরত সমীক্ষা অনুযায়ী, মেঘালয়ে এবার কোনও দল ম্যাজিক ফিগার ৩১ পার করতে পারবে না। ২১-২৬ টি আসনে জিততে পারে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। বিজেপির ঝুলিতে ছয় থেকে ১১ টি আসনে যেতে পারে। কংগ্রেস জিততে পারে তিনটি থেকে ছ'টি আসনে। তৃণমূল কংগ্রেস আটটি থেকে ১৩ টি আসনে জিততে পারে। এদিকে এদিকে ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা বলছে, পাঁচটি থেকে ন'টি আসনে জিততে পারে তৃণমূল। ১৮ থেকে ২৪ টি আসনে জিততে পারে এনপিপি। আটটি থেকে ১২ টি আসনে জিততে পারে ইউডিপি। চারটি থেকে আটটি আসনে জিততে পারে বিজেপি। অপরদিকে টাইমস নাও-ইটিজি বুথফেরত সমীক্ষা অনুযায়ী, তৃণমূল আটটি থেকে ১৪ টি আসনে জিততে পারে। ১৮ থেকে ২৬ টি আসনে জিততে পারে এনপিপি। আটটি থেকে ১৪ টি আসনে জিততে পারে ইউডিপি। বিজেপির ঝুলিতে তিনটি থেকে ছ'টি আসন যেতে পারে।
02 Mar 2023, 07:35 AM IST
২০১৮ সালে কী হয়েছিল ত্রিপুরায়?
এর আগে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৩৬টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বিজেপি। জোটসঙ্গী আইপিএফটি পেয়েছিল ৮টি আসন। মাত্র ১৬টি আসনে পেয়ে গদিচ্যুত হয়েছিল বামেরা।
02 Mar 2023, 07:35 AM IST
ত্রিপুরার ২০টি আসনে ফ্যাক্টর তিপ্রা মোথা
আদিবাসী অধ্যুষিত অন্তত ২০টি বিধানসভা আসনে তিপ্রা মোথা খেলা ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। গতবার এই আসনগুলির মধ্যে বেশ কয়েকটিতেই জয় পেয়েছিল বিজেপির জোটসঙ্গী আইপিএফটি। তবে এবার তিপ্রা মোথা এই আসনগুলিতে নিজেদের প্রভাব বিস্তার করেছে। এর ফলে এই ২০ আসনই শেষ পর্যন্ত ফলাফলের ভাগ্য নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে।
এদিকে এবার ত্রিপুরায় ভোটযুদ্ধে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেসও। ২৮টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে একাধিকবার গিয়ে প্রচার করে এসেছেন। সে রাজ্যে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে শেষ পর্যন্ত তৃণমূল সে রাজ্যে কেমন ফল করে, তা নিয়ে সংশয়ে রয়েছে অনেকেই।
02 Mar 2023, 07:32 AM IST
ত্রিপুরায় কিংমেকার হতে পারে তিপ্রা মোথা
এদিকে বিজেপিকে কঠিন লড়াই দিতে পারে ত্রিপুরার প্রাক্তন রাজপরিবারের সদস্য প্রদ্যোৎ দেববর্মার নেতৃত্বাধীন আঞ্চলিক দল তিপ্রা মোথা। প্রদ্যোতের দল ৪২টি আসনে এককভাবে প্রার্থী দিয়েছে। তবে প্রদ্যোৎ নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। বৃহত্তর তিপরাল্যান্ডের সাংবিধানিক সমাধান না হওয়া পর্যন্ত তারা অন্য কোনও দলের সঙ্গে সমঝোতা করবে না বলে জানিয়েছেন প্রদ্যোৎ।
02 Mar 2023, 07:30 AM IST
২০১৮ সালে বামেদের হারিয়ে ত্রিপুরা জয় বিজেপির
২০১৮ সালের নির্বাচনে ত্রিপুরায় রেকর্ড গড়ে বামফ্রন্টকে তাদের ঘাঁটি থেকে উচ্ছেদ করেছিল বিজেপি। চলতি নির্বাচনে অবশ্য বাম ও কংগ্রেস হাত মিলিয়েছে। বিজেপিকে হারাতে বিগত পাঁচ দশকের শত্রুতা ভুলেছে বাম এবং কংগ্রেস। পশ্চিমবঙ্গ মডেলেই এই প্রথম ত্রিপুরায় বাম ও কংগ্রেস জোট করে ভোটে লড়ছে।
02 Mar 2023, 07:30 AM IST
ত্রিপুরার ৬০টি আসনে আজ মোট ২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ
ত্রিপুরার ৬০টি আসনে আজ মোট ২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। ত্রিপুরায় ভোট হয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি। ২০১৮ সালের তুনয়া এবার বেড়েছে ভোটের হার। ত্রিপুরায় ৮৭.৭৬ শতাংশ ভোট পড়েছে।
02 Mar 2023, 07:30 AM IST
২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কী হয়েছিল নাগাল্যান্ডে?
এর আগে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়েছিল নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)। ৬০ টি আসনের মধ্যে ২৬ টিতে জিতেছিল। বিজেপি জিতেছিল ১২ টি আসনে। কিন্তু ভোটের আগে বিজেপি এবং এনপিএফের যে জোট তৈরি হয়েছিল, তা ভেঙে গিয়েছিল। পরিবর্তে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (এনডিপিপি) সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল বিজেপি। ১৭ টি আসনে জিতেছিল এনডিপিপি।
02 Mar 2023, 07:29 AM IST
নাগাল্যান্ডের জোট সমীকরণ
এবারও নাগাল্যান্ডে জোট বেঁধে লড়াই করছে এনডিপিপি এবং বিজেপি। আঞ্চলিক দলের ৪০ টি আসন এবং বিজেপির ২০ টি আসনের ফর্মুলায় লড়াই করছে। ২৩ টি আসনে লড়ছে কংগ্রেস। ২২ টি আসনে লড়ছে এনপিএফ। ১৫ টি আসনে প্রার্থী দিয়েছে লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। সবমিলিয়ে ১৮৩ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে আজ।
02 Mar 2023, 07:27 AM IST
মেঘালয়ের সঙ্গে তৃণমূলের যোগ বহু পুরনো
২০০৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে দু'জন সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। একজন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরজন পূর্ণ সাংমা। কনরাড সাংমার বাবা। তাই মেঘালয়ে তৃণমূলের অস্তিত্ব ছিল আগেও। তবে নতুন করে সেই রাজ্যে নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস।
02 Mar 2023, 07:26 AM IST
মেঘালয়ে বিরোধী ভোটে থাবা বসাতে পারে মমতার দল
এবার মেঘালয়ে বিরোধী ভোটে থাবা বসাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ঘাসফুল শিবির নিজেরা সরকার গঠনের বিষয়ে আশাবাদী। এই আবহে কংগ্রেসের কপাল পুড়তে পারে। যা নিয়ে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথার লড়াইও হয়েছে। প্রসঙ্গত, কংগ্রেস ভাঙিয়েই এই রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে উঠেছিল তৃণমূল।
02 Mar 2023, 07:26 AM IST
মেঘালয়ে বিজেপির লক্ষ্য কী ?
মেঘালয়ে 'খ্রিস্টান-বিরোধী' তকমা মুছে ফেলে যথা সম্ভব আসন জেতাই এবারের নির্বাচনের লক্ষ্য বিজেপির। আবার মেঘালয়ে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে চাইছে কংগ্রেস। ২০১৮ সালের ভোটে একক বৃহত্তম দলের তকমা পাওয়ার চার বছরের মধ্যে ২১ বিধায়ককে হারিয়েছে হাত শিবির।
02 Mar 2023, 07:26 AM IST
মেঘালয়ে ৫৮টি আসনে লড়ছে তৃণমূল
এর আগে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট হয়েছিল এনপিপির। তবে এবার আর জোট হয়নি দুই দলের। এককভাবে ৫৭ টি আসনে লড়াই করছে এনপিপি। সব আসনেই লড়াই করছে বিজেপি এবং কংগ্রেস। এদিকে ৫৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস।
02 Mar 2023, 07:25 AM IST
আজও পর্যন্ত কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মেঘালয়ে
১৯৭২ সাল থেকে মেঘালয়ে বিধানসভা নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মেঘালয়ে। তবে এবার সেই ধারা ভেঙে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়ে নিশ্চিত শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (পিপিপি)। একাধিক দুর্নীতির অভিযোগ বিদ্ধ হলেও শাসক দলের দাবি, এবার এককভাবেই ৩০ পেরিয়ে যাবে।
02 Mar 2023, 07:07 AM IST
মেঘালয়ে জোট আছে না নেই?
মেঘালয়ে লড়াইয়ে আছে ন্যাশনাল পিপলস পার্টি (পিপিপি), বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মতো দল। এর আগে এই রাজ্যে এনপিপি-র সঙ্গে মিলে এমডিএ জোটে থেকে সরকার চালিয়েছিল বিজেপি। তবে এবার তারা আলাদা লড়ছে। এদিকে দিল্লি দখলের লড়াইতে মেঘালয়ের নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তৃণমূলের জন্য।
02 Mar 2023, 07:07 AM IST
কনরাড -হিমন্ত সাক্ষাত
ফল ঘোষণার আগেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল পিপলস পার্টির নেতা কনরাড সাংমা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেন। বিধানসভা নির্বাচনে আলাদাভাবে লড়লেও কনরাডের এনপিপি এবং বিদজেপি বিদায়ী সরকারের জোটসঙ্গী। ফলে মেঘালয়ে বুথ ফেরত সমীক্ষা ত্রিশঙ্কুর দিকে ঈঙ্গিত করলেও রাজনৈতিক মহল বলছে, জোট গড়ে ক্ষমতায় আসতে পারে বিজেপি-এনপিপি।
02 Mar 2023, 07:07 AM IST
নাগাল্যান্ড ও মেঘালয়ে ৫৯টি করে আসনে ভোটগ্রহণ হয়েছে