চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রথম ইনিংসের পরে ভারতীয় স্পিনারদের নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তাঁরা কতটা বল করেছেন, কীভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, তা নিয়ে প্রশংসার বন্যা বইছে নেটপাড়ায়। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব থেকে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল - সকলের বোলিংয়েই মুগ্ধ হয়েছেন বিশেষজ্ঞরাও। আর সেই আলোচনার মধ্যে আরও এক ভারতীয় স্পিনারের নাম নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছে। আর সেটা সম্পূর্ণ অন্য কারণে। স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মধ্যে রবিবার দুবাইয়ের মাঠে এক যুবতীর সঙ্গে দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহালকে। আর তারপরই আলোচনা শুরু হয়ে গিয়েছে যে ওই যুবতী আদতে কে? চাহাল কি ফের প্রেম করছেন?
‘চতুর, চালাক, চঞ্চল চাহাল’, বলল নেটপাড়া
সেইসব প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। কিন্তু নেটিজেনদের জল্পনায় ইতি পড়েনি। ভাইরাল হয়ে গিয়েছে চাহালের ছবি। এক নেটিজেন বলেন, 'চতুর, চালাক, চঞ্চল চাহাল।' অপর একজন বলেন, 'চাহালের বোলিং স্পিড হল ঘণ্টায় ৮৫ কিলোমিটার। আর বিচ্ছেদের পরে নতুন করে জীবন শুরুর (মুভ-অন) ক্ষেত্রে চাহালের গতিবেগ হল ঘণ্টায় ৮৫০ কিমি।' এক নেটিজেন আবার বলেন, ‘মাঠের বাইরে থেকেও লাইমলাইটে উঠে এলেন চাহাল।’
আরও পড়ুন: India's Poor Fielding: ৪ ক্যাচ মিস! ফাইনালে পাকিস্তানের মতো ফিল্ডিং ভারতের, দাঁত চেপে হতাশা অনুষ্কার
এক নেটিজেন আবার প্রশ্ন তোলেন, চাহালের পরিবর্তে যদি আজ ধনশ্রীকে দেখা যেত, তাহলে কীরকমভাবে ‘নিশানা’ করা হত, সেটা চিন্তারও বাইরে। কেউ-কেউ আবার ধনশ্রীর বিষয়ে ভাবতে চাননি। তাঁরা শুধু চাহালের সঙ্গে কোন যুবতী বসে আছেন, তাঁর পরিচয় জানতে উদগ্রীব হয়ে উঠেছেন। কেউ-কেউ তো আবার দাবি করেছেন যে নিজের বন্ধুর সঙ্গে বসে আছেন ভারতের তারকা স্পিনার চাহাল। যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দলে নেই। পাঁচজন স্পিনার নিয়ে ভারত খেলতেও এলেও চাহালের ভাগ্যে শিঁকে ছেড়েনি।
ধনশ্রীর সঙ্গে চাহালের ডিভোর্স নিয়ে তুমুল জল্পনা চলছে!
সেই চাহালকে যখন আজ দুবাইয়ের মাঠে দেখা গেল, তখন ধনশ্রীর সঙ্গে তাঁর ডিভোর্স নিয়ে তুমুল জল্পনা চলছে। দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কানাঘুষো চলছে যে চাহাল এবং ধনশ্রীর বিবাহবিচ্ছেদ হচ্ছে। একাধিক মহলের তরফে দাবি করা হয়েছে, মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে তাঁদের ডিভোর্স সংক্রান্ত মামলা চলেছে। ধনশ্রীর আইনজীবী দাবি করেছেন যে সেই প্রক্রিয়া এখনও চলছে আদালতে।
আরও পড়ুন: CT 2025 Final: রাহুলের কথায় পাত্তা না দিয়ে রিভিউ নেন রোহিত, ভুগতে হল ফল, নষ্ট সুযোগ
৬০ কোটি টাকা খোরপোষের জল্পনাও ছড়িয়েছে!
এক বিবৃতিতে ধনশ্রীর আইনজীবী অদিতি মোহন বলেছেন, ‘(আইনি) প্রক্রিয়া নিয়ে আমার কিছু বলার নেই। বিষয়টি এখনও বিচারাধীন আছে। কোনও খবর ছড়ানোর আগে সেটা যাচাই করে নেওয়া উচিত। কারণ প্রচুর ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে।’ তাতেও অবশ্য জল্পনা বা কানাঘুষো থামেনি। বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে ডিভোর্সের পরে খোরপোষ হিসেবে নাকি ৬০ কোটি টাকা চেয়েছেন ধনশ্রী। যদিও সেই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।