বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs PAK World Cup 2023: ‘বাবররা জানে কীভাবে ভালো জায়গা থেকে ম্যাচ হারতে হয়’, কটাক্ষ প্রাক্তন পাক তারকার
পরবর্তী খবর
IND vs PAK World Cup 2023: ‘বাবররা জানে কীভাবে ভালো জায়গা থেকে ম্যাচ হারতে হয়’, কটাক্ষ প্রাক্তন পাক তারকার
1 মিনিটে পড়ুন Updated: 15 Oct 2023, 12:01 AM ISTAbhisake Koley
India vs Pakistan World Cup 2023: ২ উইকেটে ১৫৫ থেকে ১৯১ রানে অল-আউট হওয়ায় পাকিস্তানের ক্রিকেটারদের উপর বেজায় চটলেন ওদেশের প্রাক্তন পেসার।
পাক দলনায়ক বাবর আজম। ছবি- এএফপি।
ফের বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে পাকিস্তান হেরে যাওয়ায় রীতিমতো বিরক্ত দেখাল ওয়াকার ইউনিসকে। প্রাক্তন পাক তারকা আসলে হতাশ বাবর আজমদের সুবিধাজনক জায়গা থেকে মাথা নত করা দেখে। যেভাবে পাকিস্তানের ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে, সেটাই মেনে নিতে পারছেন না ওয়াকার।
আমদাবাদে পাকিস্তানের হারের পরে ব্রডকাস্টারদের আলোচনায় ওয়াকার বলেন, ‘ভারতের কাছে বিশ্বকাপে কতবার হেরেছি সেটা পরের কথা, আসল কথা হল আমরা এটা জানি যে, কীভাবে ভালো জায়গা থেকে পরিস্থিতি খারাপ করে ম্যাচ হারতে হয়। আসলে আমরা নিজেরাই হারার উপায় খুঁজে নিই। ২ উইকেটে ১৫৫ রান থেকে ১৯১ রানে অল-আউট, পাকিস্তান ক্রিকেটে এমনটা আগে কখনও হয়নি। প্রতিপক্ষের ইনিংসে এমন ধস নামাতে অভ্যস্ত ছিলাম আমরা। এখন আমাদের সেই পরিস্থিতিতে পড়তে হচ্ছে।’
ভয়ে ভয়ে ব্যাট করার জন্য বাবর আজমের সমালোচনা করতে ছাড়েননি ওয়াকার। তিনি বলেন, ‘এমনটা নয় যে, একমাত্র ফ্রন্ট-ফুটে খেললেই ভয়ডরহীন ক্রিকেট খেলছে বলা যায়। বরং ব্যাটফুটেও ভালো শট খেলা যায়। বাবর নিজেও বহুবার ব্যাটফুটে আগ্রাসী ব্যাটিং করেছে। সমস্যাটা আসলে প্রয়োগ কৌশলে। ভয়ে ভয়ে ক্রিকেট খেললে যা হওয়ার, তাই হয়েছে এক্ষেত্রে।’
শেষে পাক তারকা আশা প্রকাশ করেন যে, টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে। ইউনিস বলেন, ‘ভারতের কাছে হেরেছি মানে আমরা খারাপ খেলছি, এমনটা নয়। টুর্নামেন্টে এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে। এখনও আমাদের সামনে ঘুরে দাঁড়ানোর অনেক সুযোগ রয়েছে।’
উল্লেখ্য, শনিবার আমদাবাদে শুরুতে ব্যাট করে পাকিস্তান ৪২.৫ ওভারে ১৯১ রানে অল-আউট হয়ে যায়। বাবর আজম ৫০ ও মহম্মদ রিজওয়ান ৪৯ রান করেন। ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।