শুভব্রত মুখার্জি: শনিবার চলতি ওডিআই বিশ্বকাপের সব থেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান দুই দল। এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। তুঙ্গে উঠেছে উত্তেজনা, উন্মাদনা। ফের নতুন করে ১৪০০০ ম্যাচ টিকিটও ছাড়া হয়েছে আইসিসির তরফে। দুই দল চলতি বিশ্বকাপে বেশ ভালো ফর্মেই রয়েছে। পাকিস্তান তাদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে।অপর দিকে ভারতও জিতেছে তাদের দু'টি ম্যাচে। হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান দুই দলকে। এমন আবহে ২২ গজে নামতে মুখিয়ে রয়েছে দুই দল। তবে এই সব কিছুতেই জল ঢেলে দিতে পারে আবহাওয়াবিদদের একটি পূর্বাভাস! ভারত বনাম পাক ম্যাচে ভিলেন হতে পারে বৃষ্টি।
আরও পড়ুন: পাক ম্যাচে শুভমন খেলবেই- বড় দাবি প্রাক্তন নির্বাচক প্রধানের
শনিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচে আমদাবাদে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আর এর ফলেই বেশ শঙ্কাতেই রয়েছেন ক্রিকেট সমর্থকরা। ওই সময়েই আবার গুজরাট জুড়ে পালন করা হবে নবরাত্রি উৎসব। এর মাঝেই ভারতীয় কেন্দ্রীয় আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে কপালে চিন্তার ভাঁজ আয়োজক থেকে সাধারণ ক্রিকেটপ্রেমী সকলের। এই সময়ে উত্তর গুজরাটে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। প্রসঙ্গত ১৫ অক্টোবর হওয়ার কথা ছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। তবে ওই দিন থেকেই গুজরাটে শুরু হবে নবরাত্রি উৎসব। যা চলবে নয় দিন ধরে। আর সেই কারণেই ম্যাচের দিন একদিন এগিয়ে করা হয় ১৪ অক্টোবর।তবে এবার বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কা থেকেই যাচ্ছে ম্যাচ পন্ড হয়ে যাওয়ার।
আরও পড়ুন: স্টইনিস কি সত্যিই আউট ছিলেন? কী বলছে আইসিসি-র নিয়ম?
আইএমডি যে পূর্বাভাস দিয়েছে তাতে, উত্তর গুজরাটের জায়গায় জায়গায় হাল্কা-মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছে আমদাবাদও। এই পূর্বাভাস রয়েছে ১৪ এবং ১৫ অক্টোবর এই দুই দিনের জন্যই।
আকাশ মেঘাচ্ছন্ন থাকারও পূর্বাভাস রয়েছে। আর তার ফলে পেসাররা সুইং বোলিংয়ে সাহায্য পান কিনা, তা দেখতে মুখিয়ে রয়েছেন বিশেষজ্ঞরা। আমদাবাদের আবহাওয়া দফতরের ডিরেক্টর মনোরমা মোহান্তি জানিয়েছেন, ‘আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমদাবাদ সহ উত্তর গুজরাটের জেলা বনসকন্ঠ, সবরকন্ঠ এবং আরাবল্লিতে।’ ১৪ এবং ১৫ অক্টোবরের পাশাপাশি ১৬ অক্টোবরও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বৃষ্টি হলেও ম্যাচ হবে। ওভার কাটা গেলেও যেতে পারে, তবে ম্যাচ পন্ড হবে না বলেই মত তাদের।