বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs NZ: প্রথম পাওয়ার প্লে-তেই ভারতকে আটকাতে হবে- রোহিতকে ভয় কিউয়িদের? ইঙ্গিত দিলেন স্যান্টনার
পরবর্তী খবর
IND vs NZ: প্রথম পাওয়ার প্লে-তেই ভারতকে আটকাতে হবে- রোহিতকে ভয় কিউয়িদের? ইঙ্গিত দিলেন স্যান্টনার
1 মিনিটে পড়ুন Updated: 20 Oct 2023, 04:50 PM ISTTania Roy
রোহিত শর্মা দুরন্ত ছন্দে রয়েছে। আর তাঁকেই ভয় পাচ্ছেন নিউজিল্যান্ড। কিউয়ি অলরাউন্ডার মিচেল স্যান্টনার স্বীকার করেছেন যে, ভারতের ইনিংসের প্রথম পাওয়ারপ্লে-তে তাঁরা কী রকম বল করে, তার উপর পুরো ম্যাচটাই নির্ভর করবে।
মিচেল স্যান্টনার।
বিশ্বকাপে ভারতের মতোই নিউজিল্যান্ড দুরন্ত ছন্দে রয়েছে। তারাও টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচেই অপ্রতিরোধ্য জয় পেয়েছে। এবং রানরেটে এগিয়ে থাকার সুবাদে ভারতকে ছাপিয়ে শীর্ষস্থানের দখল রেখেছে কিউয়িরা। যদিও ব্ল্যাক ক্যাপরা বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই তাদের চেয়ে অনেকটা পিছিয়ে থাকা তিন দেশ- ১৪ নম্বরে থাকা নেদারল্যান্ডস, ৯ নম্বরে থাকা আফগানিস্তান এবং ৮ নম্বরে থাকা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছে। তবে উদ্বোধনী ম্যাচে কিউয়িরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ২০১৯ বিশ্বকাপে রানার্স হওয়ার বদলা পূরণ করে।
রবিবার ধর্মশালায় এবার ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। যারা ইতিমধ্যে আফগানিস্তান, বাংলাদেশ বাদেও অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে হারিয়েছে। স্বভাবতই নিউজিল্যান্ডের সামনে এবার বড় পরীক্ষা।
এইচপিসিএ স্টেডিয়ামের পিচ শক্ত এবং ঘাসে ঢাকা। এই রকম পিচ একদিনের ম্যাচের জন্য স্পোর্টিং। সাধারণত বোলার এবং ব্যাটার উভয়েই সুবিধা পায় এই রকম পিচে, তাই কিউয়িদের গনগনে পেস আক্রমণ এবং তারকা-খচিত ভারতের টপ-অর্ডারের মধ্যে তীব্র লড়াই নিঃসন্দেহে ম্যাচে বাড়তি উত্তাপ ছড়াবে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার স্বীকার করেছেন যে, ভারতের ইনিংসের প্রথম পাওয়ারপ্লে-তে তাঁরা কী রকম বল করে, তার উপর পুরো ম্যাচটাই নির্ভর করবে।