বহু প্রতীক্ষার অবসান। অবশেষে শুরু হল বিশ্বকাপ। ২০১১ সালের পর ফের ভারতের মাটিতে বসল ওডিআই বিশ্বকাপের আসর। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। তবে এবারের বিশ্বকাপে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ছিল না। তবে এই বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা ছিল চরমে। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচের ছবিটা দেখলে কিছুটা হতাশ হওয়ার মতো। কারণ কার্যত ফাকা মাঠে খেলতে হচ্ছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে।
এবারের বিশ্বকাপের টিকিট যবে থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে, তখন থেকেই সব টিকিট শেষ হয়ে যায়। সেদিক থেকে যদি দেখা যায়, তাহলে প্রশ্ন উঠতেই পারে, কোথায় গেল সেই টিকিট? যদিও এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলেও, অনেকে মনে করছে আইসিসি এবং বিসিসিআই চাইলেই জমকালো অনুষ্ঠান করতে পারত। কারণ যেখানে আইপিএলে কোটি টাকা খরচ করে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়, সেখানে বিশ্বকাপের নয় কেন?
তবে এই সবের মধ্যেই দশ দলের অধিনায়ককে নিয়ে আইসিসি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। যার সঙ্গে অনেকটাই মিল রয়েছে গতবার অর্থাৎ ২০১৯ বিশ্বকাপের অফিসিয়াল ফটোর। যদিও সমর্থকরা মনে করছেন এবারের চেয়ে ২০১৯ বিশ্বকাপের ফটোসেশন অনেক ভালো হয়েছে। কারণ গতবারের ছবি দেখলে বোঝা যাবে একটি ঘরের মধ্যে সোফায় স্টাইলের সঙ্গে বসে রয়েছেন বিরাট কোহলি, ইয়ন মর্গান, অ্যারন ফিঞ্চরা। কিন্তু এবারের ছবি দেখলে দেখা যাবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালিরিতে দাঁড়িয়ে রয়েছেন ১০ দলের অধিনায়ক। মাঝে রয়েছে আইসিসি ট্রফিটি।
আর এই ছবি পোস্ট করতেই নানন রকম মন্তব্য করতে শুরু করেছেন সমর্থকরা। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'এবারের চেয়ে ২০১৯ বিশ্বকাপের ফটোশুট অনেক ভালো ছিল। রয়্যাল ব্যাপার ছিল।' আবার কেউ লিখেছেন, 'গতবারের সঙ্গে তুলনা করা উচিত নয়।' নানান মন্তব্যে ভরে গিয়েছে টুইটার।
অন্য এক টুইটার ব্যবহারকারী টুইট করে লিখেছেন, 'এবারের ফটো দেখলে এটা বোঝা যাচ্ছে বিশ্বকাপ নিয়ে ১০ জন অধিনায়ক ভালো শিশুদের মতো বসে রয়েছে। কিন্তু গতবারের ছবি দেখলে এটা বোঝা যাচ্ছে, মাঠে এবং মাঠের বাইরে বিশ্বকাপকে ঘরে নেওয়ার যে লড়াইটা চলে, তার একটা আভাস রয়েছে। আমার মতে ২০১৯ সেরা ফটোশুট ছিল।'