রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে টিম ডেভিড দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই ম্যাচে, বৃষ্টির কারণে ম্যাচটি ১৪ ওভারে নামিয়ে আনা হয়। এমন এক সময় যখন RCB একটি লজ্জাজনক ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হচ্ছিল, তখন একপ্রকার একার প্রচেষ্টায় দলকে রক্ষা করেন অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিড। মাত্র ২৬ বলে অপরাজিত ৫০ রান করে দলকে ৯৫/৯ রানে পৌঁছে দেন তিনি। এরপরে শেষমেশ RCB অবশ্য ম্যাচটি হেরে যায়।
এরপর, মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিরতি ম্যাচের আগে টিম ডেভিড হোস্ট ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলার সময়ে এক হুঙ্কার দিয়েছিলেন। সেখানেই তিনি ব্যাটিং, দলের পারফরম্যান্স এবং নিজের অবস্থান নিয়ে কথা বলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তার জন্য আদর্শ ব্যাটিং পজিশন কোনটি। তিনি হাসতে হাসতে মজার উত্তর দেন।
আরও পড়ুন … ভিডিয়ো: PSL দেখতে গিয়ে মাঠে মোবাইল হাতে IPL -এর ম্যাচ দেখছেন পাকিস্তানের ক্রিকেট ভক্ত
মজা করে টিম ডেভিড বলেন, ‘আদর্শভাবে, ১৫তম ওভারে ২৫০/০ অবস্থায় যদি ক্রিজে নামি তাহলে সেটা হবে সবচেয়ে ভালো বিষয়।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের দলে দারুণ ব্যাটিং লাইনআপ আছে। ওদের ব্যাটিং দেখতে আমার ভালো লাগে, আর যখন আমার সুযোগ আসে, তখন নিজের কাজটা করার চেষ্টা করি। যখন আমার কাজ করার সময় আসে, তখন আমি সেটা যথাসাধ্য ভালোভাবে করতে চাই।’
আরও পড়ুন … ভারতে আসবে না পাকিস্তান! BCCI-এর থেকে Champions Trophy 2025-র বদলা নিতে তৈরি PCB
টিম ডেভিড জানান, গত কয়েক সপ্তাহ ধরে তিনি নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন এবং তার সুফল তিনি পেয়েছেন। যার প্রমাণ পঞ্জাব কিংসের বিরুদ্ধে তার ইনিংস। অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি, আমি ভালো ব্যাটিং করছি। কিছু জিনিস নিয়ে কাজ করছিলাম এবং এখন তা কাজে দিচ্ছে। আমি প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার চেষ্টা করি। আমরা যদি ভালো ব্যাটিং করি, তবে আমার দরকার পড়ে না।’
আরও পড়ুন … রাজস্থান রয়্যালসে বড় ধাক্কা! IPL 2025-এর পরের দুটো ম্য়াচে সঞ্জুর না খেলার সম্ভাবনা বাড়ছে
পঞ্জাব কিংসের ব্যাটিং
২০২৫ আইপিএলের ৩৭তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ম্যাচটি অনুষ্ঠিত হয় মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, মুল্লানপুরে। নিয়মিত পারফরম্যান্সের ওপর ভর করে পঞ্জাব কিংস এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তারা ৭ ম্যাচে ৫টি জয় অর্জন করেছে। অন্যদিকে RCB এখন পর্যন্ত ৪টি ম্যাচ জিতেছে, তবে এখনও পর্যন্ত ঘরের মাঠে কোনও জয় পায়নি। ফলে মরশুমের মাঝপথে এসে তাদের অ্যাওয়ে ম্যাচগুলোর গুরুত্ব আরও বেড়ে গেছে।