ভারতে আসবে না পাকিস্তানের মহিলা ক্রিকেট দল! চলতি বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে মহিলা ওয়ানডে বিশ্বকাপ। সেখানে পাকিস্তানের মহিলা দল খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি এমনটা জানিয়েছেন। নাটকীয়ভাবে পাকিস্তান দল এই বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল। লাহোরে অনুষ্ঠিত কোয়ালিফায়ারের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তারা টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে।
মহসিন নকভির এই মন্তব্যের পরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। আসলে বোঝা যাচ্ছে, PCB-এর এই সিদ্ধান্ত সম্ভবত ভারতের ক্রিকেট বোর্ড (BCCI)-কে জবাব দেওয়ার জন্যই দেওয়া হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটের পুরুষ দল পাকিস্তানে গিয়ে খেলেনি। রোহিতরা দুবাইয়ে নিজেদের ম্যাচ খেলেছিল। বিসিসিআই-এর সেই সিদ্ধান্তের জবাব দিতেই পিসিবি-র এই সিদ্ধান্ত। আসন্ন মহিলা ওয়ানডে বিশ্বকাপে না খেলার প্রতিক্রিয়াস্বরূপ।
আরও পড়ুন … রাজস্থান রয়্যালসে বড় ধাক্কা! IPL 2025-এর পরের দুটো ম্য়াচে সঞ্জুর না খেলার সম্ভাবনা বাড়ছে
পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মহসিন নকভি বলেন, ‘যেমন ভারত পাকিস্তানে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি এবং নিরপেক্ষ ভেন্যুতে খেলেছে, আমরাও তাই করব। যেটা ঠিক হয়েছে, সেটা মানা উচিত।’
মহিলা ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। তার আগে, চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত। বর্তমান হাইব্রিড মডেল অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত যদি কোনও আইসিসি ইভেন্ট ভারত বা পাকিস্তান আয়োজন করে, তবে উভয় দেশই নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচ খেলবে।
আরও পড়ুন … অনুশীলনের মাঝেই প্রতিপক্ষ বোলারকে ব্যাট দিয়ে মারতে ছুটলেন ধোনি! ভাইরাল হল ভিডিয়ো
ভারত তাদের সব ম্যাচ খেলেছিল সংযুক্ত আরব আমিরাতে (UAE), যা নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছিল। কারণ, ভারত ছিল একমাত্র দল যারা একটি ভেন্যুতেই সব ম্যাচ খেলেছে, অন্যদিকে অন্যান্য দলগুলোকে পাকিস্তান ও UAE-র মধ্যে যাতায়াত করতে হয়েছে। এমনকি, সেমিফাইনালের আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকেও দুবাই যেতে হয়েছিল। পরে যখন স্থির হয় যে সেমিফাইনালে অস্ট্রেলিয়া খেলবে ভারতের বিরুদ্ধে, দক্ষিণ আফ্রিকাকে কোনও ম্যাচ না খেলেই পাকিস্তানে ফিরে যেতে হয়।
আরও পড়ুন … বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার আগেই কী করে KKR-এ যোগ দিলেন অভিষেক নায়ার? শুরু নতুন বিতর্ক
এরপর থেকেই ক্রিকেট বিশ্ব তাকিয়েছিল পরের আইসিসি প্রতিযোগিতার দিকে যেটা ভারত অথবা পাকিস্তানে হয় সেটা দেখার জন্য। এবার আসন্ন মহিলা ওয়ানডে বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা। দেখা যাক এবার জল কোন দিকে গড়ায়।